হাসিনাকে ফেরাতে মরিয়া চেষ্টা ইউনূস সরকারের, এবার করা হল ইন্টারপোলে আবেদন

বাংলা হান্ট ডেস্ক: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) সেই দেশে ফিরিয়ে আনতে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে সেখানকার অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যেই হাসিনার উদ্দেশ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। তবে, এবার নেওয়া হল আরও বড় পদক্ষেপ। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল তথা ICT শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করার জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছে।

হাসিনাকে (Sheikh Hasina) ফেরাতে মরিয়া চেষ্টা ইউনূস সরকারের:

জানিয়ে রাখি যে, কয়েক মাস আগে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের সময়ে “গণহত্যা” ও “মানবতা বিরোধী অপরাধ”-এর অভিযোগে দু’টি মামলা দায়ের করা হয়। যেখানে ITC-র তরফে গত ১৭ অক্টোবর শেখ হাসিনা (Sheikh Hasina) এবং তাঁর দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াবদুল কাদের-সহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ওই দুটি মামলার মধ্যে একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত নেতা আরিফ আহমেদ সিয়ামের বাবা মহম্মদ বুলবুল কবির করেছিলেন।

Bangladesh is trying to bring back Sheikh Hasina.

অপর মামলাটি দায়ের করেন কোটা সংস্কার আন্দোলনে নিহত ছাত্র মহম্মদ মেহেদীর বাবা মহম্মদ সানাউল্লাহ। এই মামলাগুলিতে হাসিনার (Sheikh Hasina) পাশাপাশি তাঁর সরকারের একাধিক মন্ত্রীসহ আওয়ামী লীগ এবং তার বিভিন্ন সংগঠন ও কয়েকজন সরকারি আধিকারিকের নামেও অভিযোগ করা হয়।

আরও পড়ুন: তাঁর দল পাচ্ছে বাড়তি সুবিধা! চাঞ্চল্যকর অভিযোগ উঠতেই ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন মেসি

এদিকে, সামগ্রিক বিষয়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে শেখ হাসিনাকে (Sheikh Hasina) গ্রেফতারের উদ্দেশ্যেই অন্তর্বর্তী সরকারের আবেদনকে প্রাধান্য দিয়ে ইন্টারপোলকে বার্তা দেওয়া হয়েছে। এমতাবস্থায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গত মঙ্গলবার জানান, ইন্টারপোলের কাছে গত রবিবার হাসিনার বিরুদ্ধে নোটিশ জারির অনুরোধ করা হয়েছিল।

আরও পড়ুন: রতন টাটার পরিকল্পনা বাস্তবায়িত করল টাটা গ্রুপ! এয়ার ইন্ডিয়ার সাথে সংযুক্ত হল ভিস্তারা

তিনি আরও জানান, “বাংলাদেশের পূর্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) যেহেতু মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত রয়েছেন তাই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। কিন্তু বর্তমানে তিনি, বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে রয়েছেন। সেই কারণে ইন্টারপোল যাতে তাঁকে গ্রেফতারের ব্যবস্থা করে এবং সেই সাথে রেড অ্যালার্ট জারি করে সেই বিষয়ে আমরা অনুরোধ জানিয়েছি।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর