“লেখাটি এডিট করব না”, রাত দখলকে সামনে রেখে চাকরি খোঁজার “অভিযোগে” কি জানালেন রিমঝিম?

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে চাকরি খোঁজার ক্ষেত্রে অন্যতম মাধ্যম হয়ে উঠেছে লিঙ্কডইন (LinkedIn)। যেখানে চাকরিপ্রার্থীরা নিজেদের জীবনপঞ্জি উপস্থাপিত করে যোগ্য চাকরি খোঁজার চেষ্টা করেন। কিন্তু, এবার এই মাধ্যমেই নিজের প্রোফাইলে রাত দখলের মতো বিষয়কে সামনে রাখায় তুমুল সমালোচনার সম্মুখীন হলেন এই কর্মসূচির “কি-ক্যাম্পেনার” রিমঝিম সিংহ। শুধু তাই নয়, তাঁর এহেন কাজের পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে বিতর্কও।

LinkedIn প্রোফাইল ঘিরে শুরু বিতর্ক:

ইতিমধ্যেই এই বিষয়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে উঠেছে সমালোচনার ঝড়। যেখানে অনেকেই দাবি করেছেন রাত দখলের মতো গুরুতর বিষয়কে বিপণন করার চেষ্টা করছেন রিমঝিম। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রিমঝিমের লিঙ্কডইন মাধ্যমে থাকা প্রোফাইলের ছবি ভাইরাল হতে শুরু করেছে। যেখানে তাঁর নামের পরেই স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে “রিক্লেম দ্যা নাইট’ কি ক্যাম্পেনার”। আর এই বিষয়টিই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে যে নৃশংস টনা ঘটেছে তার ঠিক পাঁচ দিন পর অর্থাৎ, স্বাধীনতা দিবসের রাতে (১৪ এবং ১৫ অগাস্টের সন্ধিক্ষণে) রাত দখলের কর্মসূচিতে নেমেছিলেন সমগ্র বাংলার মহিলারা। ঘটনাচক্রে ওই কর্মসূচির আহ্বান প্রথম দিয়েছিলেন রিমঝিমই। সেই সময়ে তাঁর ডাকে সমবেত হয়েছিলেন নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেকেই। কিন্তু, সেই ডাককে হাতিয়ার করেই চাকরি খোঁজার মাধ্যমে তাঁর এই প্রোফাইল (LinkedIn) উদ্রেক করেছে বিতর্কের।

আরও পড়ুন: দেশের বৃহত্তম ব্যাঙ্ক SBI এবার নিজেই চাইছে লোন! কে দেবে ১০ হাজার কোটি টাকা?

এদিকে, এই বিষয়টির পরিপ্রেক্ষিতে বাংলা হান্টের প্রতিনিধির সাথে কথা বলার সময়ে রিমঝিম স্পষ্টভাবে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “রাত দখলের আন্দোলনের প্রধান প্রচারকদের মধ্যে আমি একজন। আরও একটি বিষয় হল বর্তমান সময়ে ফেসবুক ইনস্টাগ্রামের মতোই লিঙ্কডইনও (LinkedIn) সোশ্যাল মিডিয়ার একটি প্ল্যাটফর্ম হয়ে উঠছে। পূর্বে এটি চাকরি খোঁজার একটি মাধ্যম হিসেবে বিবেচিত হলেও এখন এখানে রাজনৈতিক মতামত অনেকেই রাখেন। বিভিন্ন সামাজিক ঘটনাতেও অনেকে প্রতিক্রিয়া দেন। আন্দোলনের সময়ে বহু মহিলা লিঙ্কডইন মারফত আমার সাথে যোগাযোগ করে জানিয়েছেন তাঁরা আন্দোলনের সাথে রয়েছেন।”

আরও পড়ুন: মোহনবাগানে আচমকাই হানা দিল সেনা, ভেঙে ফেলা হল মার্চেন্ডাইজ কিয়স্ক! সামনে এল কারণ

তিনি আরও জানান, “আমি মনে করি সোশ্যাল মিডিয়ার বিষয়টিকে মাথায় রেখেই আমি ওই কথাটি আমার প্রোফাইলে রেখেছি। কোনওভাবেই বাণিজ্যিক ফায়দা তোলার জন্য ওটা লেখা নেই।” এর পাশাপাশি রিমঝিম এটাও জানিয়েছেন, “আমার নামে যে অভিযোগ আনা হয়েছে তা একদমই সত্যি নয়। তাই আমি ওই লেখাটি এডিট করব না। আমি অনুরোধ করব যাঁরা এই বিষয়ে সময় বের করে আলোচনা করছেন তাঁরা ১৪ অগাস্ট থেকে যে দাবিগুলি উঠে আসছে সেই দাবিগুলির পেছনে সময় দিন। এই ধরণের কুৎসা রটানো থেকে বিরত থাকুন।”


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর