বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে চাকরি প্রার্থীদের জন্য দেওয়া হল বিরাট বড় সুখবর। খুবই কম শিক্ষাগত যোগ্যতায় এবার ভারতীয় রেলে (Indian Railways) চাকরির জন্য আবেদন জানাতে পারবেন অপেক্ষারত চাকুরী প্রার্থীরা। আপনিও যদি দীর্ঘদিন ধরে চাকরির খোঁজে থাকেন, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। জেনে নিন শিক্ষাগত যোগ্যতা থেকে চাকরির (Job) সম্পর্কে বিস্তারিত তথ্য।
কর্মী নিয়োগ ভারতীয় রেলে (Indian Railways)
শূন্য পদ:- বিজ্ঞপ্তি অনুসারে ৬০টি শূন্য পদে নিয়োগ (Recruitment) করা হবে। গ্রূপ সি লেভেলের ৪ /৫ এর জন্য ৫টি, গ্রূপ সি লেভেলের ২ / ৩ এর জন্য ১৬ টি পদ এবং ৩৯ টি শূন্যপদ গ্রুপ ডি লেভেল ১ এর জন্য।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা: গ্রূপ ডি লেভেল ১ এর ক্ষেত্রে দশম শ্রেণী পাশ হওয়া বাধ্যতামূলক। এছাড়াও ITI কিংবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাঞ্ছনীয়।গ্রুপ সি লেভেল ২/৩ পদের ক্ষেত্রে নূন্যতম দশম শ্রেণীর পরীক্ষায় পাশ করা বাধ্যতামূলক। অন্যদিকে, গ্রুপ সি লেভেল ৪/৫ এর জন্য প্রয়োজনীয় যোগ্যতা নূন্যতম স্নাতক। যে কোন শাখায় স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে।
উল্লেখিত পদগুলিতে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে, ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তবে নিয়ম অনুসারে মিলবে বয়সের ছাড়। স্পোর্টস কোটার আওতায় নিয়োগ হওয়ার কারণে খেলাধুলায় প্রাপ্ত নম্বরকে গুরুত্ব দেওয়া হবে। নেওয়া হবে ফিটনেস ও খেলার দক্ষতার পরীক্ষা।
আরোও পড়ুন : মাত্র ৯ টি? মহারাষ্ট্রের নির্নাচনের আগে মোদীকে খোঁচা কংগ্রেসের
কিভাবে আবেদন করবেন
উল্লেখিত পদগুলির জন্য আবেদন করতে হলে রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশনের পর লগইন করুন। এবার স্পোর্টস কোটায় নিয়োগের আবেদন ফর্মে ক্লিক করুন।ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন। আপনার প্রয়োজনীয় প্রতিটি ডকুমেন্টস আপলোড করার পর পুরো আবেদন প্রক্রিয়া ভাল করে দেখে নিন এবং সাবমিট করুন। এবার দিতে হবে আবেদনমূল্য।
আবেদন মূল্য
জেনারেলদের ক্ষেত্রে আবেদন মূল্য, ৫০০ টাকা। অন্যদিকে, তফসিলি জাতি, উপজাতি, মহিলা ও EWS প্রার্থীদের ক্ষেত্রে অর্ধেক অর্থাৎ আবেদন মূল্য হিসেবে ২৫০ টাকা দিতে হবে।
রেজিস্ট্রেশনের শেষ দিন ১৪ ই ডিসেম্বর ২০২৪।