বাংলাহান্ট ডেস্ক : এবার মহাকাশেে বিশেষ সংযোগ ঘটতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’ (ISRO) এবং ইলন মাস্কের সংস্থা ‘স্পেসএক্স’ এর। ভারতের নতুন জিএসএটি ২০ কমিউনকেশন স্যাটেলাইটটি চালু করতে চলেছে স্পেসএক্স। এতে যেমন ভারতীয় মহাকাশ গবেষণায় নতুন মাইলফলক তৈরি হতে চলেছে, তেমনি মার্কিন সংস্থার সঙ্গে ইসরোর (ISRO) বাণিজ্যিক সহযোগিতারও নিদর্শন হয়ে থাকতে চলেছে।
কবে উৎক্ষেপণ হবে ইসরোর (ISRO) স্যাটেলাইট
ভারতের জিএসএটি ২০ কমিউনিকেশন স্যাটেলাইট বা জিএসএটি এন২ উৎক্ষেপণ করা হবে ১৯ শে নভেম্বর ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে। এলন মাস্কের সংস্থা স্পেসএক্স এর ফ্যালকন ৯ রকেটের সাহায্যে হবে এই উৎক্ষেপণ। উল্লেখ্য, এই নতুন স্যাটেলাইটে রয়েছে Ka ব্যান্ড হাই থ্রুপুট কমিউনিকেশন পেলোড। জানা যাচ্ছে, ১৪ বছর পর্যন্ত ভালো থাকবে এটি।
কী কী বিশেষত্ব রয়েছে স্যাটেলাইটে: এছাড়াও এই স্যাটেলাইটে রয়েছে ৩২ টি ইউজার বিম যার মধ্যে রয়েছে ২৪ টি প্রশস্ত স্পট বিম এবং ৮ টি সরু স্পট বিম। জানিয়ে রাখি, এই স্যাটেলাইটটির ওজন ৪৭০০ কেজি। এদিকে ইসরোর (ISRO) সবথেকে ভারী যে লঞ্চ রকেট, এলভিএম ৩ জিওসিনক্রোনাস ট্রান্সফার কক্ষপথে মহাকাশযান উৎক্ষেপণের ক্ষমতা সর্বাধিক ৪০০০ কেজি পর্যন্ত। কিন্তু এই নতুন স্যাটেলাইটের ওজন আরো বেশি হওয়ায় স্পেসএক্স সংস্থার সঙ্গে হাত মেলাতে হয়েছে ইসরোকে (ISRO)।
আরো পড়ুন : রয়েছে দীর্ঘ সামরিক অভিজ্ঞতা, আমেরিকায় এবার হিন্দু গোয়েন্দা প্রধান! চমকে দেবে তুলসীর পরিচয়
পাওয়া যাবে একগুচ্ছ সুবিধা: যেমনটা জানা যাচ্ছে, এই স্যাটেলাইট চালু হলে গ্রামাঞ্চল এবং বিমানের ভেতরেও ইন্টারনেট পরিষেবার মতো সুবিধা পাওয়া যাবে। ভারতীয় সংস্থা ইসরোর (ISRO) সঙ্গে মার্কিন সংস্থা স্পেসএক্স এর এই সংযোগের ফলে ভারতে স্যাটেলাইট প্রযুক্তি এবং যোগাযোগ পরিষেবাও আরো উন্নত হবে বলে মনে করা হচ্ছে।
আরো পড়ুন : মৃতদেহ থেকে উধাও চোখ, ইঁদুরের ওপর দোষ চাপালেন চিকিৎসকেরা, কেলেঙ্কারি এই সরকারি হাসপাতালে
আরো জানা যাচ্ছে, ভারতীয় মহাকাশচারীকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাঠানোর বিষয়েও এই দুই সংস্থা মিলিত ভাবে উদ্যোগ নিয়েছে। গ্রুপ ক্যাপ্টেন হতে চলেছেন শুভাংশু শুক্লা। ২০২৫ সালে ফ্লাইং ল্যাবরেটরিতে যাওয়ার কথা রয়েছে তাঁর। বর্তমানে Axiom Space এ প্রশিক্ষণ নিচ্ছেন তিনি।