বাংলা হান্ট ডেস্ক: আমরা জীবনে ক্রমাগত প্রযুক্তির দিক থেকে উন্নত হয়ে চলেছি। তবে শুধু প্রযুক্তির দিক থেকে নয় একই সাথে একের পর এক দেশ টক্কর লাগাচ্ছে আর্থিক দিক থেকেও। অর্থনৈতিক দিক থেকে বিশ্বের (World) মধ্যে এগিয়ে রয়েছে সুপার পাওয়ার দেশ আমেরিকা। একথা তো সকলেই জানেন আচ্ছা বলতে পারবেন বিশ্বের (World) মধ্যে ধনী শহর কোনটি? অনেকেই এই উত্তর জানেন না। না জানলে জেনে নিন আজকের প্রতিবেদনে।
বিশ্বের (World) ধনী শহর কোনটি:
বিশ্বের (World) মধ্যে ধনী শহরের তালিকার শীর্ষে রয়েছে নিউইয়র্ক। এমনকি এই শহরটিতে সবচেয়ে বেশি কোটিপতি মানুষ বাস করে। হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী নিউইয়র্কে ৩ লক্ষ ৪০ হাজার মিলিনিয়ার বাসিন্দা বাস করেন। যার ফলে, এটিই বিশ্বের (World) সবচেয়ে ধনী শহর হিসেবেই বিবেচিত হয়েছে। এমনকি, হেনলি অ্যান্ড পার্টনার্সের সমীক্ষা অনুযায়ী এই তালিকায় রয়েছে ভারতেরও কয়েকটি শহর।
সমীক্ষা অনুযায়ী বিশ্বের ধনী শহর গুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে জাপানের টোকিও। আর এক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছে, সান ফ্রান্সিসকো। এর মধ্যে জাপানে কোটিপতি বাসিন্দাদের সংখ্যা ২ লক্ষ ৯০ হাজার ৩০০। আর সান ফ্রান্সিসকোতে কোটিপতি ব্যক্তি বাস করে মোট ২ লক্ষ ৮৫ হাজার। এছাড়াও, বিশ্বের ধনী শহরের তালিকায় চতুর্থ স্থান দখল করেছে লন্ডন। এই মুহূর্তে এই শহরে কোটিপতির সংখ্যা ২ লক্ষ ৫৮ হাজার। তবে ২০০০ সালে বিশ্বের ধনীতম শহরের তালিকায় প্রথমে ছিল লন্ডন। যা বর্তমানে এসে চতুর্থ স্থানে এসে দাঁড়িয়েছে।
লন্ডনের পর পঞ্চম স্থানে রয়েছে সিঙ্গাপুর। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের আরও তিনটি শহরের নাম রয়েছে এই তালিকায়। সেগুলি হচ্ছে- দ্য বে এরিয়া, লস অ্যাঞ্জেলস এবং শিকাগো। এই শহরগুলিও বিশ্বের ধনীতম শহরগুলির মধ্যে অন্যতম। এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে চিনেরও দুটি শহর বেজিং ও সাংহাই।
আরও পড়ুন: পুলিশ-জওয়ানে ছয়লাপ মণিপুর, জরুরি বৈঠক শাহের, সংঘর্ষ এড়াতে এবার বিরাট পদক্ষেপ
তবে এর মধ্যে ভারতের কোন শহরের স্থানই তালিকার শীর্ষ ২০র মধ্যে দখল করতে পারেনি। তালিকায় ২১ নম্বরে স্থান পেয়েছে ভারতের বাণিজ্যনগরী মুম্বই। এছাড়াও দিল্লি এবং বেঙ্গালুরু এই তালিকায় যুক্ত হলেও সেটা কিন্তু অনেকটাই পিছনে। আপনাদের জানিয়ে রাখি বিশ্বজুড়ে ৯টি অঞ্চল এবং ৯৭ টি শহরের উপর ভিত্তি করে এই তালিকা তৈরি করেছে গ্লোবাল ওয়েল্থ ট্র্যাকার হেনলি অ্যান্ড পার্টনার্স। সেই তালিকাই সম্প্রতি প্রকাশ্যে এসেছে।
আপনাদের জানিয়ে রাখি, নিউ ইয়র্ক সিটিকে “দ্য বিগ অ্যাপল” নামে ডাকা হয়। কারণ জানা গিয়েছে, শহরটিতে ৩ লাখ ৪০ হাজার কোটিপতির পাশাপাশি ৭২৪ জন বাসিন্দা বাস করেন, যাদের সম্পদের পরিমাণ প্রায় ১০ কোটি ডলার কিংবা তারও বেশি। শুধু তাই নয়, এমন ৫৮ জন বাসিন্দা রয়েছে যাদের সম্পদের পরিমাণ ১০০ কোটি ডলারের অথবা তার চেয়েও বেশি। যার জন্য আজ বিশ্বের (World) ধনীতম শহরগুলির মধ্যে অন্যতম হচ্ছে নিউইয়র্ক।