হিন্দু হয়ে জন্ম, হঠাৎ ধর্ম বদলে মুসলিম হলেন কেন এ আর রহমান? তাঁর আসল নাম কী ছিল জানেন?

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে বিচ্ছেদের ঘনঘটায় নাম জুড়ল আর এক তারকার। অভিনয় জগতের গণ্ডি ছাড়িয়ে সঙ্গীত জগতেও লেগেছে এর আঁচ। সদ্যই বিয়ে ভেঙেছে অস্কার জয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমানের (A R Rahman)। দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘোষণা করেছেন স্ত্রী সায়রা বানু। বর্তমানে চর্চায় রহমানের (A R Rahman) ব্যক্তিগত এবং অতীত জীবন।

হিন্দু হয়ে জন্মানোর পর মুসলিম হন এ আর রহমান (A R Rahman)

ভারতীয় সঙ্গীত জগতের অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম এ আর রহমান (A R Rahman)। তাঁর সুর দেওয়া গানই অস্কার এনে দিয়েছিল দেশকে। তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে তেমন আলোচনা হয় না নেটপাড়ায়। জানলে অবাক হবেন, এ আর রহমান (A R Rahman) স্বেচ্ছায় বেছে নিয়েছিলেন ইসলাম ধর্ম। হিন্দু ধর্ম নিয়েই জন্মগ্রহণ করেছিলেন তিনি। পরবর্তীকালে বেছে নেন মুসলিম ধর্ম এবং নাম।

Why did a r rahman changed religion to islam

হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিয়েছিলেন শিল্পী: ১৯৮০ সালের শেষের দিকে ইসলাম ধর্ম গ্রহণ করেন এ আর রহমান (A R Rahman)। পরবর্তীতে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তাঁর বাবা ক্যানসারে আক্রান্ত হওয়ায় এক সুফি সন্ত তাঁর দেখভাল করতেন। বাবার মৃত্যুর কয়েক বছর পর আবারো তাঁর সঙ্গে দেখা হয় রহমান ও তাঁর মায়ের। সেই সময়ই ধর্মান্তরিত হওয়ার সিদ্ধান্ত নেন সঙ্গীতশিল্পী। হিন্দু থেকে হঠাৎ মুসলিম হওয়ায় কোনো রকম সমালোচনার শিকার হতে হয়নি? প্রশ্নের উত্তরে রহমান (A R Rahman) জানিয়েছিলেন, যেহেতু তিনি সর্বক্ষণ গান বাজনা নিয়েই থাকতেন, তাই আশপাশের মানুষজন তেমন ভাবে কখনো আপত্তি করেননি।

আরো পড়ুন : সাত মাসেই বিরাট অঘটন, খোদ নায়িকাই বদলে যাচ্ছে এই সিরিয়ালে!

কী ছিল তাঁর আসল নাম: পরিবারের তরফেও সমর্থন পেয়েছিলেন রহমান (A R Rahman)। তাঁর নতুন নামকরণের নেপথ্যেও ছিল মা এবং পরিবারের সদস্যদের অবদান। এ আর ওরফে আল্লা রাখা নামটা দিয়েছিলেন তাঁর মা। আর রহমান (A R Rahman) পদবী রেখেছিলেন পরিবারের অন্য সদস্যরা। কিন্তু তাঁর আসল পিতৃদত্ত নাম কী ছিল? জন্মের পর হিন্দু ধর্মাবলম্বী সঙ্গীতশিল্পীর নাম রাখা হয়েছিল দিলীপ কুমার রাজাগোপালা। মুদালিয়ার পরিবারের সন্তান ছিলেন তাঁর বাবা আর কে শেখর।

আরো পড়ুন : ফের সিটি পড়বে সিনেমা হলে, প্রথম ছবির রেকর্ড ভাঙতে ফিরছে পুষ্পা! ভাইরাল প্রথম ঝলক

তবে রহমানের পছন্দ ছিল না তাঁর নাম। তিনি স্পষ্টই বলেছিলেন, ‘অভিনেতা দিলীপ কুমারের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমার কখনোই নিজের নাম পছন্দ ছিল না। নিজের প্রতি আমার দৃষ্টিভঙ্গির সঙ্গে নামটি ঠিক খাপ খেত না’। শেষমেষ ধর্ম পরিবর্তন করে দিলীপ কুমার হয়ে ওঠেন এ আর রহমান। তবে পরিবারে সব ধর্মের সমন্বয়ই তিনি ছোট থেকে দেখে এসেছিলেন বলে জানিয়েছিলেন রহমান।

ad

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর