সহ্য করতে পারেন না স্টারকিডদের, অথচ আরিয়ানের ক্ষেত্রে উলটো সুর কঙ্গনার! নেটিজেনরা বলছেন, ‘ভূতের মুখে…’

বাংলাহান্ট ডেস্ক : জল্পনা ছিল আগে থেকেই। এবার হয়ে গেল ঘোষণা। বলিউডে ডেবিউ করতে চলেছেন শাহরুখ পুত্র আরিয়ান খান (Aryan Khan)। বোন সুহানা বাবার দেখাদেখি অভিনয় জগতে পা রাখলেও আরিয়ান বেছে নিয়েছেন অন্য পথ। বলিউডে ডেবিউ করলেও অভিনয় নয়, পরিচালনায় নাম লিখিয়েছেন তিনি। রেড চিলিজ এন্টারটেনমেন্টের ব্যানারে একটি সিরিজ পরিচালনা করতে চলেছেন তিনি। সম্প্রতি নেটফ্লিক্সে ঘোষণা হল এই সিরিজের। আর তারপরেই সকলকে চমকে দিয়ে আরিয়ানের (Aryan Khan) প্রশংসায় পঞ্চমুখ হলেন কঙ্গনা রানাওয়াত।

আরিয়ানের (Aryan Khan) ভূয়সী প্রশংসা কঙ্গনার

বলিউডে আর সকলে যে পথে হাঁটেন, কঙ্গনা হাঁটেন তার উলটো দিকে। ইন্ডাস্ট্রির কারোর সঙ্গেই বিশেষ সদ্ভাব নেই তাঁর। বিশেষ করে তারকা সন্তানদের বিরুদ্ধে তো বহুবার মুখ খুলতে দেখা গিয়েছে তাঁকে। নেপোটিজমকে যে কঙ্গনা কতটা ঘৃণা করেন তা সকলেই জানেন। সেই কঙ্গনার মুখেই কিনা স্টারকিড আরিয়ানের (Aryan Khan) প্রশংসা! অবাক লাগলেও ঘটেছে এমনটাই।

Kangana praised aryan khan

কী লিখলেন অভিনেত্রী: এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লেখেন, ‘সকলে মিলে আমাদের ভারতীয় সিনেমার মান তুলে ধরতে হবে। এটাই এই সময়ে দরকার। যাদের সুযোগ আছে তারাই বেশিরভাগ সময় সোজা পথটা বেছে নেন। ক্যামেরার পেছনে আমাদের বেশি মানুষ দরকার। আরিয়ান খান এই পথটা বেছে নিয়ে ভালো করেছেন। লেখক এবং ছবি নির্মাতা হিসেবে তাঁর ডেবিউ এর জন্য অপেক্ষায় রইলাম।’

আরো পড়ুন : ডবল নয়, একেবারে ট্রিপল ধামাকা! একই ছবিতে শাহরুখ-আরিয়ান-আব্রাম, বিরাট চমক ট্রেলারে

বলিউডে পা রাখছেন আরিয়ান: একথা অনেকদিন ধরেই শোনা যাচ্ছে যে পরিচালক হিসেবে বলিউডে পা রাখবেন আরিয়ান (Aryan Khan)। শাহরুখ নিজেও একথা জানিয়েছেন একাধিক বার। অনেকে মনে করেন, বাবার সঙ্গে তুলনা টানা এড়াতেই নাকি এই পথ বেছে নিয়েছেন আরিয়ান (Aryan Khan)। তবে অভিনেতা হওয়ার ইচ্ছা তাঁর নাকি কখনোই ছিল না।

আরো পড়ুন : রুখতে হবে সন্ত্রাসবাদ, নয়তো… রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতীয় দূতের

প্রসঙ্গত, রেড চিলিজ এন্টারটেনমেন্টের ব্যানারে সিরিজটির প্রযোজনার দায়িত্বে গৌরি খান। একগুচ্ছ তারকাকে নাকি দেখা যেতে চলেছে এই সিরিজে। বলিউডে একজন বহিরাগতের কাহিনি ফুটে উঠবে এই সিরিজটিতে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর