বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন শীতকালীন অধিবেশনে এবার শাসক-বিরোধী উভয়দলের বিধায়কদের মধ্যে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হতে চলেছে। কারণ কেন্দ্রের আনা ওয়াকফ বিলের বিরুদ্ধে এবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পাল্টা বিল আনার পরিকল্পনা করছে নবান্ন। আগেই এই বিল নিয়ে নরেন্দ্র মোদির সরকারকে কড়া ভাষায় নিন্দা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
ওয়াকফ বিলের পাল্টা বিল আনছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার
আগামী ২৫ নভেম্বর থেকেই শুরু হয়ে যাচ্ছে, শীতকালীন অধিবেশন। এই অধিবেশনেই কেন্দ্রের আনা ওয়াকফ বিলের বিরুদ্ধে এবার একটি পাল্টা বিল কেন্দ্রীয় সরকারকে মুখের ওপর জবাব দিতে চায় নবান্ন। প্রথমে জল্পনা চলছিল কেন্দ্রের ওয়াকফ বিলের বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব আনবে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূল সরকার।
কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হয়, প্রস্তাব নয় একেবারে বিল আনা হবে কেন্দ্রের ওয়াকার বিলের বিরুদ্ধে। এই বিষয়ে বিধানসভার সচিবালয় এবং রাজ্যের আইন পরিষদীয় দপ্তরের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ইতিমধ্যেই আলোচনার নির্যাস জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee)। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো রকম মন্তব্য করতে চাননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
গত সপ্তাহে এই বিষয়ে তিনি জানিয়ে দিয়েছিলেন বিধানসভার কার্যবিবরণী কমিটির বৈঠকের পরেই এবিষয়ে কিছু বলা সম্ভব। তবে স্পিকার বিষয়টি খোলসা না করলেও কেন্দ্রের ওয়াকফ বিলের পাল্টা যে বিল আনা হচ্ছে সে বিষয়ে ইতিমধ্যেই গ্রিন সিগনাল পেয়ে গিয়েছে তৃণমূলের পরিষদীয় দল। তাই ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন: রাতারাতি ‘মন্দারমণি’র ১৪৪ টি হোটেলে বুলডোজার! কেন নির্দেশ রুখলেন মমতা? সামনে আসল কারণ
বিধানসভার সচিবালয় সূত্রের খবর, আগামী সোমবার এই শোক প্রস্তাব পাঠ করে বিধানসভার অধিবেশন মুলতবি হবে। তারপরেই মঙ্গলবার ও বুধবার বিধানসভায় সংবিধান দিবস নিয়ে আলোচনার প্রস্তাব আনবে শাসক দল। ওই আলোচনা পর্ব মিটলেই ওয়াকফ বিলের বিরুদ্ধে পাল্টা বিল আনবে শাসক দল। সূত্রের খবর কোনো সংখ্যালঘু বিধায়ক দিয়েই বিধানসভায় এই বিল পেশ করানোরও চিন্তা ভাবনা চলছে। ইতিমধ্যেই বিষয়টি কানে এসেছে কেন্দ্রীয় সরকারেরও।
অন্যদিকে ওয়াকফ সংক্রান্ত বিলের আলোচনাতে অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষের বক্তব্য তুলে ধরবেন বিজেপির বিধায়করা। প্রসঙ্গত রাজ্য যে কেন্দ্রের ওয়াক বিলের বিরুদ্ধে পাল্টা বিল আনতে চলেছে সেই বিষয়টা দেশের সংখ্যালঘু ভোটারদের মধ্যে প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যসভায় দলের মুখ্য সচেতন নাদিমুল হক ও শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। ইতিমধ্যেই তাঁরা এই সংক্রান্ত একটি সাংবাদিক বৈঠকও করে ফেলেছেন বলে খবর।