একি কাণ্ড! চাকরির ইন্টারভিউ দিতে বসে বসকে ভেংচি, যুবকের কীর্তি দেখে হেসে কুপোকাত নেটপাড়া

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময় চাকরি পাওয়া অত্যন্ত দুর্লভ বিষয়। সেটা কর্পোরেট হোক কিংবা সরকারি চাকরি যেকোনো ক্ষেত্রেই আজকাল চাকরির আকাল। তবে যদিও চাকরির সুযোগ আসে, তার মধ্যে এই ইন্টারভিউ যেনো সকলকে আরো বেশি করে ভয় খাইয়ে দেয়। কি প্রশ্ন করবে, না করবে, প্রত্যাখ্যান করে দেবে কিনা এগুলোই মাথায় ঘুরতে থাকে বিশেষ করে। অনেকে আবার এই ইন্টারভিউ এর জন্য আলাদা করে প্রশিক্ষণও নিয়ে থাকেন। আর এমন চাকরি মন্দার বাজারে এক চাকরিপ্রার্থী যা করলেন দেখে হতবাক সমাজ মাধ্যম। ইন্টারভিউ দিতে বসে নাকি ভেংচি কাটলেন। সমাজ মাধ্যমে সেই ভিডিও (Video) তুমুল ভাইরাল।

ইন্টারভিউ দিতে বসে চাকরিপ্রার্থী যা ঘটালেন দেখুন ভিডিও (Video):

আজকাল ওয়াক ইন ইন্টারভিউ মোড বদলে ইন্টারভিউ অন অনলাইন ব্যবস্থা শুরু হয়েছে। মূলত ঘরে বসেই নির্দিষ্ট কিছু অ্যাপের মাধ্যমে ইন্টারভিউ হয়। আর সেই অনলাইনে ইন্টারভিউ দিতে বসে যুবক ঘটালে এক কান্ড। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও (Video) ঘুরে ফিরে বেড়াচ্ছে। ভিডিওটি (Video) পোস্ট করা হয়েছে এক্স হ্যান্ডেলের গডম্যান চিকনা একাউন্ট থেকে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক ল্যাপটপের মাধ্যমে ইন্টারভিউ দিতে বসেছেন। ল্যাপটপের ওপারে বসে থাকা ইন্টারভিউয়ার ওই যুবককে নিজের সম্পর্কে কিছু বলতে বলেন।

যুবকটি ইংলিশে বলতে থাকেন, “মাই নেম ইজ জেইফা এন্ড আই রিসেন্টলি গ্রাজুয়েটেড ফ্রম ফাস্ট উইথ ডিগ্রী অন দ্যা কম্পিউটার সায়েন্স।” অর্থাৎ তার নাম জেইফা তিনি সদ্যই কম্পিউটার সায়েন্সের উপর ডিগ্রি অর্জন করেছেন। এই ভাবেই নিজের সম্পর্কে বলতে বলতে হঠাৎই ল্যাপটপের সামনে এসে জিভ বের করে মুখ ভেঙ্গিয়ে দেন। আর তৎক্ষণাৎ ল্যাপটপের ওপারে বসে থাকা ইন্টারভিউয়ার যুবককে বলেন, তার ল্যাপটপের ক্যামেরা অন রয়েছে। আর এমন কথা শুনে ওই যুবকের বুকে জল শুকিয়ে যাওয়ার মত অবস্থা।

আরও পড়ুন : ভারতে প্রথম মোবাইলে কে কথা বলেছিলেন জানেন? কলকাতার এই বাঙালির নাম জানেন না অনেকেই

কারণ জেইফা নামের যুবকটি হয়তো ভেবেছিলেন তার ক্যামেরা অফ রয়েছে। যার ফলে তিনি এমন কাণ্ড ঘটান। কিন্তু এদিকে যে ক্যামেরা অন তা তিনি জানতেন না। ফলে বেজায় লজ্জায় পড়ে যান জেইফা। আর সেই ভিডিওই (Video) সমাজমাধ্যমে পোস্ট হয়েছে। সমাজমাধ্যমে এই ভিডিও পোস্ট হওয়ার পর নেট জনতা হাসতে হাসতে কুপোকাত। সেই সাথে শুরু হয়েছে কমেন্টের ঝড়।

https://twitter.com/Madan_Chikna/status/1858471583133667610

এই ভিডিও দেখে কেউ মন্তব্য করেছেন “মোয়ে মোয়ে মুহূর্ত” আবার কেউ বলেছেন “অনলাইন ক্লাসেও আমিও ঠিক এই কাজই করতাম।” আবার কেউ এর নেতিবাচক দিক তুলে ধরে বলেছেন, “কম্পিউটার সায়েন্সের উপর ডিগ্রী করে এমন ব্যবহার।” উল্টোদিকে কেউ বলছেন তাকে চাকরি দিতে চান, আবার কেউ বলছেন এর চাকরি না হওয়াই ভালো। সব মিলিয়ে এক ভিডিওতেই ফেমাস হয়ে গেছেন এই যুবক। রাতারাতি এই ভিডিও ভিউজ কুড়িয়েছে প্রায় ৭ লাখের উপর। অর্থাৎ নেট নাগরিকরা যে বেশ মজা পেয়েছেন সে কথা বোঝাই যাচ্ছে। তবে পরবর্তীতে এই যুবক আদৌ চাকরি পেয়েছে কিনা এটাই এখন প্রশ্ন।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর