বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় চলচ্চিত্রের এক বটবৃক্ষের নাম সত্যজিৎ রায় (Satyajit Ray)। সত্যজিতের হাত ধরেই বাংলা তথা ভারতীয় সিনেমা পৌঁছে গিয়েছিল বিশ্ব দরবারে। অস্কার বিজয়ী এই বাঙালি পরিচালক শুধুমাত্র চলচ্চিত্র পরিচালনার কাজেই নয়, দক্ষ ছিলেন একাধিক ক্ষেত্রে। পরিচালক (Director) সত্ত্বার পাশাপাশি সত্যজিৎ রায় ছিলেন একজন সফল লেখক, কার্টুন আর্টিস্ট, গীতিকার ও সুরকার। সত্যজিৎ রায়ের গোয়েন্দা চরিত্র ফেলুদা আজও অমর বাংলা সাহিত্যের ইতিহাসে। সত্যজিৎ রায়ের (Satyajit Ray) এমন একাধিক দিক ছিল যা অনেকের কাছেই অজানা।
সত্যজিৎ রায়ের (Satyajit Ray) অজানা দিক
সত্যজিৎ রায় (Satyajit Ray) পরিচালনার কাজে আসার আগে ইলাস্ট্রেটর হিসেবে কাজ করতেন সিগনেট প্রেসে। জিম করবেটের ম্যানইটারস অফ কুমায়ুন ও জওহরলাল নেহেরুর ডিসকভার অফ ইন্ডিয়া নামক দুটি বিখ্যাত বইয়ের কভার ডিজাইন করেছেন স্বয়ং সত্যজিৎ রায়।
সত্যজিৎ রায়ের অবাধ বিচরণ ছিল ক্যালিগ্রাফিতে। তবে অনেকেই হয়ত জানেন না তিনি রে রোমান, রে বিজার, ড্যাফনিস ও হলিডে স্ক্রিপ্ট নামক চারটি রোমান ফন্টও ডিজাইন করেছিলেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ঘরে বাইরে’ উপন্যাসের চিত্রনাট্য সত্যজিৎ রায় তৈরি করে ফেলেছিলেন ১৯৪৮ সালে। তবে প্রযোজকের সাথে মতের অমিল হওয়ায় সেই কাজ শুরু হয়নি।
সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী ছিল ভারতের প্রথম সিনেমা যার টিজার রিলিজ হয়।
আরোও পড়ুন : পেট ভরে সকলে খেয়েছিল ভাত, কিন্তু ভাতেই লুকিয়ে ছিল মারণফাঁদ, ছুটতে হলো হাসপাতালে, কি ঘটলো?
কাঞ্চনজঙ্ঘা ছবির গল্প নিজেই লিখেছিলেন সত্যজিৎ। এটিই ছিল সত্যজিৎ রায়ের প্রথম রঙিন সিনেমা।
বিনোদন ক্ষেত্রে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রথম সাম্মানিক ডক্টরের প্রদান করেছিল চার্লি চ্যাপলিনকে। তারপর দ্বিতীয় ডক্টরেট প্রাপক হিসাবে বেছে নেওয়া হয়েছিল সত্যজিৎ রায়কে।
সত্যজিৎ রায় তাঁর নিজের সিনেমায় গান লেখা ও গানে সুর সৃষ্টির অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তবে অনেকেই হয়ত জানেন না মার্চেন্ট আইভরি ইংরেজি ছবি ‘শেক্সপিয়ার ওয়ালা’তেও সুর সৃষ্টির দায়িত্বে ছিলেন সত্যজিৎ রায়।