বাংলা হান্ট ডেস্ক: একেই জাঁকিয়ে শীত পড়ার নাম নেই। ওদিকে দোসর নিম্নচাপ। আবহাওয়া দপ্তর (Weather Update) সূত্রে খবর, আগামী ২৩ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২১ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। নিম্নচাপ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী দু’দিনে নিম্নচাপের রূপ নিতে পারে। এবং পরের দু’দিনে তা আরও শক্তিশালী হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
এক নজরে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)
এদিকে নভেম্বর প্রায় শেষ হতে চললেও হাড় কাঁপানো শীতের দেখা নেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর (Weather Department) জানাচ্ছে চলতি সপ্তাহে কলকাতা-সহ গোটা রাজ্যেই সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। তবে শেষ কিছু দিনে বেশ খানিকটাই নেমেছে তাপমাত্রা। তার সঙ্গে বেড়েছে শীতের আমেজ। সকালের দিকে কুয়াশা ঢাকা থাকছে চারদিক।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত গোটা বঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। উত্তুরে হাওয়ার দাপট ক্রমশ বাড়বে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রার দ্রুত পতন হয়েছে। পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় সহ বেশ কিছু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নেমেছে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশা থাকবে। আকাশ মূলত পরিষ্কার থাকবে। মাঝেমধ্যে আকাশ মেঘলা থাকতে পারে তবে বৃষ্টির পূর্বাভাস নেই কোথাও। আপাতত গোটা রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আপাতত কয়েক দিন শহর কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
আরও পড়ুন:‘আমি ১ পয়সাও নিই না, অন্য কেউ নিলে…’, দুর্নীতিতে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ! কড়া বার্তা মমতার
উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশ নেমেছে তাপমাত্রা। দার্জিলিং ও কালিম্পঙে জাঁকিয়ে বসেছে শীত। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলাগুলিতে আপাতত বৃষ্টি হবে না। চলতি সপ্তাহে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। কুয়াশা থাকবে জেলাগুলিতে।