বাংলা হান্ট ডেস্কঃ ভোটে হারলেই ইভিএমের (EVM) দিকে আঙুল! নির্বাচন মিটতেই ইভিএমে কারচুপির অভিযোগে প্রায়ই সরব হতে দেখা যায় বিরোধীদের। অতীতের নজির ঘাঁটলে দেখা যাবে, পরাজয়ের কারণ হিসেবে বহুবার ইভিএমকে ‘দায়ী’ করা হয়েছে। এমতাবস্থায় ইভিএমের বদলে ব্যালট পেপারে ভোট করানোর আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। এবার সেই মামলায় বড় মন্তব্য করল শীর্ষ আদালত।
‘ভোটে জিতলে বুঝি ইভিএমে কারচুপি হয় না?’ প্রশ্ন সুপ্রিম কোর্টের (Supreme Court)
ব্যালটে (Paper Ballot) ভোট করানোর আর্জি জানিয়ে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা করেছিলেন ডা. কে পাল নামের একজন আইনজীবী। মঙ্গলবার শীর্ষ আদালতের বিচারপতি পিবি বরাল এবং বিচারপতি বিক্রম নাথের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। এদিন ব্যালটে ভোট করানোর আবেদন খারিজ করে দেয় আদালত।
জানা যাচ্ছে, সুপ্রিম কোর্টে (Supreme Court) এই মামলার শুনানিতে মামলাকারী এলন মাস্কের একটি মন্তব্য তুলে ধরে বলেন, ইভিএমে কারচুপি সম্ভব। জগনমোহন রেড্ডি, চন্দ্রবাবু নাইডুর মতো এদেশের তাবড় রাজনীতিকরাও জানিয়েছে এমনটা করা সম্ভব। এমনকি এই দাবিকে সমর্থন করে ১৮টি রাজনৈতিক দলও।
আরও পড়ুনঃ ১৯০০ কোটি…? চিটফান্ড প্রতারণা মামলায় ED-র হাতে গ্রেফতার এই সংস্থার ২ ডিরেক্টর! তোলপাড় রাজ্য
মামলাকারীর তরফ থেকে আরও বলা হল, ‘পৃথিবীর প্রত্যেকটি দেশে ইভিএম কিংবা ব্যালট পেপারে ভোটগ্রহণ হয়। আমেরিকাতেও ব্যালটে ভোট হয়। আমি লাইবেরিয়া, রাশিয়ার মতো দেশেও গিয়েছি’। মামলাকারী দাবি করেন, পৃথিবীর ১৯৭টি দেশের মধ্যে ১৮০টি দেশে ব্যালট পেপারে ভোট গ্রহণ হয়। ভারতবর্ষেও সেই পদ্ধতি অবলম্বন করা উচিত। তিনি বলেন, ‘আজ সংবিধান দিবসের দিন আর্জি জানাব আদালত এই বিষয়ে কোনও নোটিশ জারি করুক’।
মামলাকারীর বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্টের বিচারপতি পাল্টা প্রশ্ন করেন, ‘আপনি রাজনীতির মাঠে কেন নামছেন? অন্য দেশকে অনুসরণের কী দরকার?’ জাস্টিস নাথ বলেন, ‘জগনমোহন রেড্ডি, চন্দ্রবাবু নাইডুরা যখন ভোটে পরাজিত হন, তখন বলেন ইভিএমে কারচুপি হয়েছে। তবে জিতে যাওয়ার পর এই বিষয়ে কখনও মন্তব্য করেন না। তখন ইভিএমে কোনও দোষ চোখে পড়ে না? এবার আপনিই বলুন আমরা এই বিষয়টিকে কীভাবে দেখব?’
উল্লেখ্য, ভোটে পরাজয়ের কারণ হিসেবে অতীতে একাধিক ইভিএমের দিকে আঙুল তোলা হয়েছে। আনা হয়েছে কারচুপির অভিযোগ। নির্বাচন কমিশনের তরফ থেকে অবশ্য প্রত্যেকবারই সেই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। এবার ইভিএমের বদলে ব্যালট পেপারে ভোট করার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবার এই মামলা খারিজ করে দেয় শীর্ষ আদালত।