বাংলা হান্ট ডেস্কঃ মহিলাদের জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প (Government Scheme) চালু করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী চালু করেছে। এর মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ শ্রেণির মহিলাদের মাসিক ১০০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতি শ্রেণির মহিলাদের মাসিক ১২০০ টাকা করে দেয় সরকার। তবে আজ লক্ষ্মীর ভাণ্ডার নয়, বরং অন্য আরেকটি প্রকল্প নিয়ে আলোচনা করা হবে। জানা যাচ্ছে, সেই স্কিমে মহিলাদের ১০,০০০ টাকা দেওয়া হবে।
মহিলাদের জন্য ধামাকা স্কিম (Government Scheme) সরকারের!
রিপোর্ট বলছে, ২১ থেকে ৬০ বছর বয়সি মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন। এক্ষেত্রে বলে রাখা ভালো, এই প্রকল্প পশ্চিমবঙ্গ নয়, বরং ওড়িশায় চালু হয়েছে। নাম রাখা হয়েছে সুভদ্রা যোজনা (Subhadra Yojana)। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি রাজ্যের মহিলাদের জন্য এই স্কিম শুরু করেছেন।
জানা যাচ্ছে, ওড়িশা সরকারের (Government of Odisha) এই প্রকল্পে বার্ষিক দু’টি কিস্তির মাধ্যমে উপভোক্তাদের ১০,০০০ টাকা দেওয়া হয়। শুধু তাই নয়! এই স্কিমে নাম লেখানো মহিলারা সদ্য প্রথম কিস্তির ৫০০০ টাকা পেয়েছেন বলে খবর।
আরও পড়ুনঃ ইভিএম অতীত, ব্যালটে ভোট? জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্ট যা বলল … এক রায়ে তোলপাড় দেশ!
রিপোর্ট বলছে, ওড়িশায় ইতিমধ্যেই সুভদ্রা যোজনার তৃতীয় ধাপের কাজ শুরু হয়ে গিয়েছে। সুন্দরগড়ের একটি অনুষ্ঠানের মাধ্যমে এর সূচনা হয় বলে খবর। সেখানে উপস্থিত ছিলেন ওড়িশার কেন্দ্রীয় আদিবাসী মন্ত্রী, উপমুখ্যমন্ত্রী সহ আরও অনেকে।
উল্লেখ্য, এই প্রকল্পে (Government Scheme) আবেদন করতে গেলে আবেদনকারী মহিলাকে অবশ্য বেশ কিছু শর্ত মানতে হয়। শুধুমাত্র ওড়িশার স্থায়ী বাসিন্দারাই সুভদ্রা যোজনার জন্য আবেদন করতে পারেন। আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় ২.৫ লক্ষের মধ্যে হতে হয়। সেই সঙ্গেই পরিবারে কোনও সরকারি চাকরিজীবী থাকলে প্রকল্পের সুবিধা মেলে না।
রাজ্যের এই প্রকল্পে (Government Scheme) আবেদনকারীর নির্দিষ্ট বয়সসীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, আবেদনকারী মহিলার বয়স ১ জুলাই ২০২৪ তারিখে ২১ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। এছাড়া জানা যাচ্ছে, একটি বাড়ি থেকে কেবলমাত্র একজন মহিলাই এই স্কিমের জন্য আবেদন করতে পারেন।