রোহিতের প্রত্যাবর্তনে ঘুম উড়ল ভারতের এই ৩ প্লেয়ারের! প্লেয়িং ইলেভেনে আর মিলবে না সুযোগ

বাংলা হান্ট ডেস্ক: ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি আগামী ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হবে। এদিকে, ওই ম্যাচে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাকেও (Rohit Sharma) খেলতে দেখা যাবে। পার্থে প্রথম ম্যাচে তিনি খেলেননি। তবে, তিনি অ্যাডিলেডে অনুষ্ঠিত হতে চলা ডে-নাইট টেস্ট ম্যাচে খেলবেন। এমন পরিস্থিতিতে সবথেকে বড় প্রশ্ন হল রোহিত শর্মা ফিরলে প্লেয়িং ইলেভেন থেকে কাকে বাদ দেওয়া হবে?

দ্বিতীয় টেস্টে খেলবেন রোহিত শর্মা (Robot Sharma):

আসলে রোহিত শর্মার প্রত্যাবর্তনের পর তিনজন খেলোয়াড়ের টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন থেকে বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। শুধু তাই নয়, এই বিষয়টি টিম ম্যানেজমেন্টেরও যথেষ্ট চিন্তা বৃদ্ধি করবে। এর পাশাপাশি শুভমান গিলও দ্বিতীয় টেস্টে খেলতে পারেন। এমতাবস্থায় চলুন জেনে নেওয়া যাক কোন কোন খেলোয়াড় প্লেয়িং ইলেভেন থেকে বাদ পড়তে পারেন?

These 3 players are in danger with the return of Rohit Sharma.

৩. কেএল রাহুল: পার্থ টেস্টে কেএল রাহুলের পারফরম্যান্স অবশ্যই ভালো ছিল। দ্বিতীয় ইনিংসে তিনি দুর্দান্ত ৭৭ রান করেছিলেন। কিন্তু রোহিত শর্মার আসার পর প্লেয়িং ইলেভেনে তাঁর অন্তর্ভুক্তি নাও ঘটতে পারে। আসলে, কেএল রাহুল দীর্ঘদিন ধরে খারাপ ফর্মে ছিলেন। যার ফলে তিনি খুব একটা বেশি রান করতে পারছিলেন না। এমতাবস্থায়, রোহিত শর্মার আসার পরে, তাঁর ওপেনিং স্পট চলে যেতে পারে।

আরও পড়ুন: মেসিকে অনুসরণ করল না পুত্র থিয়াগো! আর্জেন্টিনার বদলে এই দেশের ক্লাবের হয়ে হল অভিষেক

২. ধ্রুব জুরেল: দ্বিতীয় টেস্ট ম্যাচে ধ্রুব জুরেলও প্লেয়িং ইলেভেন থেকে বাদ পড়তে পারেন। প্রথম ম্যাচে ধ্রুব জুরেলের পারফরম্যান্স তেমন ভালো ছিল না। তিনি প্রথম ইনিংসে ১১ রান করেছিলেন এবং দ্বিতীয় ইনিংসে করেন মাত্র ১ রান। এমন পরিস্থিতিতে দ্বিতীয় টেস্ট ম্যাচে তাঁকে হয়তো বসতে হতে পারে।

আরও পড়ুন: এবার ভোল পাল্টে যাবে ভারতের! সরকারের AI প্ল্যানের সাথে জুড়ে গেল Jio, হবে বড় ধামাকা

১. দেবদত্ত পাডিকাল: রোহিত শর্মার প্রত্যাবর্তনের পর যে খেলোয়াড় সবথেকে বিপদে পড়েছেন তিনি হলেন দেবদত্ত পাডিকাল। পার্থ টেস্টের দুই ইনিংসেই ফ্লপ হওয়ার পর দ্বিতীয় ম্যাচ থেকে বাদ পড়তে পারেন তিনি। রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল ওপেন করতে পারেন। সেক্ষেত্রে কেএল রাহুল তিন নম্বরে চলে যাবেন। এমন পরিস্থিতিতে পাডিকাল প্লেয়িং ইলেভেনে জায়গা নাও পেতে পারেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর