বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র অরিজিৎ সিং (Arijit Singh)। বর্তমান প্রজন্মের সঙ্গীতশিল্পীদের মধ্যে জনপ্রিয়তার দিক দিয়ে একেবারে প্রথম দিকেই থাকবে তাঁর নাম। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের মধ্যবিত্ত পরিবারের সন্তান অরিজিৎ। কিন্তু তাঁরই সুরের মূর্ছনায় এখন মশগুল হয়ে রয়েছে দেশ তথা বিদেশের বহু সঙ্গীতপ্রেমী মানুষও। সাফল্যের চূড়ান্ত বসে রয়েছেন অরিজিৎ (Arijit Singh)। কিন্তু তাঁর হাবভাব দেখে তা বোঝা দায়।
সাধারণ ভাবে থাকতে ভালোবাসেন অরিজিৎ (Arijit Singh)
বর্তমানে দেশের প্রথম সারির গায়ক অরিজিৎ (Arijit Singh)। কিন্তু তিনি বরাবর থাকেন মাটির কাছাকাছি। দেশ বিদেশের বিভিন্ন কনসার্ট ছাড়া জিয়াগঞ্জের বাড়িতেই বেশি থাকতে দেখা যায় গায়ককে। সেখানে কার্যত পাড়ার ছেলের মতোই সকলের সঙ্গে মেশেন তিনি। তবে মুম্বইতেও বাড়ি রয়েছে অরিজিতের (Arijit Singh)। সেখানে তাঁর জীবনযাত্রা রীতিমতো বিলাসবহুল। কিন্তু ওই বিলাসবহুল লাইফস্টাইল ছেড়ে সাধারণ ভাবে থাকতেই পছন্দ করেন তিনি।
কত অর্থ উপার্জন করেন গায়ক: কিন্তু আদতে ঠিক কতটা ধনী অরিজিৎ (Arijit Singh), জানেন? সম্প্রতি এ বিষয়ে মুখ খোলেন তাঁর সহকর্মী, জনপ্রিয় ব়্যাপার ইক্কা সিং। এক পডকাস্টে তিনি জানান, অরিজিৎ যে পরিমাণ অর্থ উপার্জন করেন তা যে কাউকে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট। তিনি আরো বলেন, সঙ্গীত জগতের মানুষেরা নিজেদের বেশ ধনী মনে করেন। আর সেই ঐশ্বর্য তাঁরা শো অফ করতেও পছন্দ করেন। কিন্তু অরিজিৎ (Arijit Singh) এখানে ব্যতিক্রমী। তিনি সাধারণ ভাবে থাকলেও আসলে অর্থের দিক দিয়ে ১০০ জন সঙ্গীতশিল্পীকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন তিনি।
আরো পড়ুন : ছোট ফ্ল্যাটে মানুষ করেছিলেন বাবা মা, ‘এতটা কষ্ট…’, পুরনো কথা মনে করে কেঁদে ভাসালেন রচনা
বিয়েবাড়িতেও পারফর্ম করেন অরিজিৎ: অরিজিৎ (Arijit Singh) বাস্তবে কতটা সাধারণ ভাবে থাকতে পছন্দ করেন সে বিষয়ে বলতে গিয়ে ইক্কা আরো বলেন, একবার অরিজিৎ (Arijit Singh) শো করে বেরিয়ে গাড়ির অপেক্ষা করছিলেন। কিন্তু গাড়ি আসতে দেরি হওয়ায় একটা অটো ধরেই বাড়ির উদ্দেশ্যে পাড়ি দেন গায়ক। এই প্রসঙ্গেই আরো একটি অজানা তথ্য শেয়ার করেন ব়্যাপার।
আরো পড়ুন : ভুল পথনির্দেশে সেতু থেকে নীচে পড়েছে গাড়ি! ভয়াবহ দুর্ঘটনার জেরে গুগল ম্যাপের বিরুদ্ধে শুরু তদন্ত
তিনি জানান, অরিজিৎ নাকি বিয়ে বাড়িতে গান গাইতে পছন্দ করেন না। কিন্তু একটি অনুষ্ঠানে তাঁকে আসার জন্য জোর করা হয়। সেখানে গাওয়ার জন্য যে পরিমাণ অর্থ পেয়েছিলেন অরিজিৎ তা দিয়ে মুম্বইতে একটি ডুপ্লেক্স কিনে নিয়েছিলেন তিনি। মাত্র এক থেকে দেড় ঘন্টা পারফরম্যান্সের জন্যই ওই পরিমাণ টাকা পেয়েছিলেন তিনি। এর থেকেই বোঝা যায় কত সম্পত্তির মালিক অরিজিৎ। কিন্তু সেটা শো অফ করেন না তিনি।