২৭ কোটি দিয়ে পন্থকে কিনেছে LSG! নেপথ্যে দিল্লির সাথে ইগোর লড়াই? অবশেষে মুখ খুললেন গোয়েঙ্কা

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের আইপিএল এর মেগা নিলামে সবচেয়ে চর্চিত নাম হচ্ছে ঋষভ পন্থ (Rishabh Pant)। আইপিএলের নিলামে তিনি ইতিহাস গড়েছেন। ঋষভ পন্থকে রেকর্ড ২৭ কোটি টাকায় কিনেছে লখনউ সুপার জায়ান্টস। বর্তমানে তিনি এখন আইপিএলের “দামি” ক্রিকেট এদিকে বিগত কয়েক বছর ধরে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন। ২৫ এর নিলামেও ঋষভকে খেলানোর জন্য আরটিএম কার্ড ব্যবহার করে দিল্লি। কিন্তু তারপরও লখনৌ সামনে ধোপে টেকেনি। সেই থেকেই প্রশ্ন হচ্ছে ইগোর লড়াই আজ পন্থকে লখনৌতে এনেছে। কিন্তু সত্যি কি তাই?

ইগোর কারণে ঋষভ পন্থ (Rishabh Pant) আজ লখনৌতে:

যেদিন থেকে লখনৌ সুপার জায়েন্টস ঋষভকে (Rishabh Pant) কিনে নিয়েছে সমাজ মাধ্যমে এটিকে “ইগো বাই” তকমায় ভূষিত করা হয়েছে। তবে ঠিক কি কারণে বলা হচ্ছে সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। কিন্তু সকলে মন্তব্য করছেন.…….দৌড়ে দিল্লি থেকে এগিয়ে থাকার জন্য লখনৌ সুপার জায়েন্টন্স এহেন কীর্তি ঘটিয়েছে।

LSG owner Sanjiv Goenka explains why he will take Rishabh Pant in team.

আসলে শোনা যায়, দিল্লি নিয়ম অনুযায়ী আরটি এম কার্ড ব্যবহার করে পন্থের (Rishabh Pant) দর তুলেছিল ২০.৭৫ কোটি টাকা। কিন্তু সেই দর এক নিমেষে ভেঙে দেয় লখনৌ সুপার জায়েন্টস। আর এদিকে এমন বিস্ফোরক খেলোয়াড় দিল্লির কাছ থেকে হাতছাড়া হয়ে যাওয়ায় বিভিন্ন মন্তব্য উঠে আসে। কিন্তু এবার সমালোচকদের মুখ বন্ধ করিয়ে দিয়েছেন খোদ LSG দলের কর্ণধার।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে বাজিমাত করলেন ডি মারিয়া! টপকে গেলেন মেসিকেও, গড়লেন বিরাট নজির

সমালোচকদের মুখ বন্ধ করলেন সঞ্জীব গোয়েঙ্কা: এই বিষয় লখনৌয়ের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka) জানান যে, “না, ব্যাপারটা একেবারেই তেমন নয়। এরমধ্যে অহংকারের কোনও প্রশ্নই নেই। আমরা যে রণনীতি সাজিয়েছি, সেখানে ঋষভ পন্থকে একেবারে সামনের দিকে রাখতে চেয়েছিলাম। আর সেভাবেই পরিকল্পনা তৈরি করেছিলাম। সেভাবে বাজেটও তৈরি করেছিলাম।” আসলে দেখতে গেলে ২২ গজে দাঁড়িয়ে যে খেলোয়াড় ব্যাটে বলে দ্যুতি ছড়ায় তাকে যে কেউ নিতে চাইবে। ফলে ঋষভ পন্থকেও (Rishabh Pant) সকল নিতে চেয়েছিলেন। এছাড়াও প্রথম থেকেই শোনা যাচ্ছিল মেগা নিলামে ঋষভ পন্থ রেকর্ড গড়বেই। আর কল্পনা মত সেই কথাও ফলে গেল।

আরও পড়ুন: গৌতম আদানির গ্রেফতারি পরোয়ানার বিষয়ে এবার সামনে এল ভারত সরকারের বিবৃতি! স্পষ্ট জানানো হল…..

এখানেই শেষ নয় তিনি দলের পেসারদেরকে নিয়েও মন্তব্য করেন। এই বিষয়ে সঞ্জীব গোয়েঙ্কা বলেন যে, “আমরা ভুবেনশ্বর কুমারকে দলে নিতে পারিনি। তাই আমরা আকাশ দীপের জন্য ঝাঁপিয়েছি। তবে আমরা দুজন ভারতীয় পেসারকে চেয়েছি। তাই ৯.৭৫ কোটি টাকা দিয়ে আবেশ ও ৮ কোটি টাকা দিয়ে আকাশদীপকে দলে নিয়েছি। তবে আমরা সবচেয়ে দামি প্লেয়ারকে নিতে চাইনি, ও সবচেয়ে দামি হয়েছে আমাদের পরিকল্পনার জন্য।” অর্থাৎ এখানে যে ইগো লড়াই চলছে না সে কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর