বাংলা হান্ট ডেস্কঃ অতীতে অবৈধ নির্মাণের মামলায় কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। রেয়াত পায়নি কোনো রাজনৈতিক দলও। এবার সেই রকমই জমি সংক্রান্ত এক মামলায় তৃণমূলের পার্টি অফিস (TMC Party Office) সরানোর নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। অভিযোগ ছিল, দখল করা জমিতে গড়ে উঠেছে পাকা বিল্ডিং। সেখানেই রয়েছে তৃণমূলের পার্টি অফিসও। এবার সব সরানোর নির্দেশ জাস্টিস সিনহার (Justice Amrita Sinha)।
অভিযোগ, জাতীয় সড়কের জন্য নেওয়া হয়েছিল জমি। আর তাতেই দখলদারি। জমি দখল করে তৈরি হয়েছে পাকা বিল্ডিং। গজিয়ে উঠেছে তৃণমূলের পার্টি অফিস। পূর্ত দফতর আসরে নামলেও কাজ হয়নি। শেষমেশ হাইকোর্টে এই সংক্রান্ত মামলা উঠতেই অবিলম্বে সব দখলদারি সরানোর নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। টাইট ডেডলাইনও বেঁধে দিয়েছেন বিচারপতি।
হাইকোর্টের নির্দেশ, আগামী ১২ সপ্তাহের মধ্যে উত্তর ২৪ পরগনার জেলাশাসককে উপযুক্ত পদক্ষেপ করতে হবে। সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাটিয়া থানায় এলাকার কাকড়া মউজার বাসিন্দা অভিযোগ করেন, তার বাড়ির সামনেই পূর্ত দফতরের রাস্তা সম্প্রসারণের জন্য জমি নেওয়া হয়েছিল। আর রাস্তার জন্য নেওয়া সেই জমিই দখল করে গড়ে উঠেছে পাকা বিল্ডিং।
আরও পড়ুন: ‘ডিসেম্বর থেকে আরও..,’ লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট ঘোষণা, ধন্য ধন্য করছে সকলে
দখলদারির জেরে তার বাড়িতে ঢোকার রাস্তাও কার্যত বন্ধ হয়ে গিয়েছে। এরপরই সমস্যার সমাধান পেতে হাইকোর্টে মামলা দায়ের করেন ওই ব্যক্তি। আদালতে বসিরহাটের পূর্ত দফতরের তরফেও রিপোর্টে জমা দেওয়া হয়েছে। সেখানে অভিযোগের সত্যতা রয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি সেখানে তৃণমূলের দলীয় অফিসও রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। এরপরই সেই সব সরানোর নির্দেশ দেয় হাইকোর্ট।