৩০ নভেম্বরের মধ্যে…! সরকারি ক্যালেন্ডার নিয়ে কড়া নিয়ম! এবার এভাবে করতে হবে আবেদন

বাংলা হান্ট ডেস্কঃ আর মাসখানেকের অপেক্ষা। ২০২৪-কে বিদায় জানিয়ে ২০২৫-কে স্বাগত জানানোর পালা। এদিকে ইংরেজির বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সরকারি অফিসে (Government Office) ক্যালেন্ডার চলে আসে। তবে এবার জানা যাচ্ছে, এই নিয়েও খানিকটা কড়াকড়ি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে নির্দিষ্ট নিয়ম মেনে এর জন্য আবেদন করতে হবে বলে খবর।

  • সরকারি অফিসে (Government Office) ক্যালেন্ডার নিয়েও কড়াকড়ি!

এবার থেকে ক্যালেন্ডার (Calendar) সম্বন্ধিত বিষয়ের জন্য একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। বিভিন্ন সরকারি দফতরে ক্যালেন্ডার পৌঁছে দিতে এই পোর্টাল শুরু হয়েছে বলে খবর। ইতিমধ্যেই নানান দফতরকে এই বিষয়ে অবগত করা হয়েছে। তাদের চিঠি দিয়ে জানানো হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এমনটাই জানা যাচ্ছে।

সরকারি দফতরে পাঠানো সেই নির্দেশিকা অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর তথা শনিবারের মধ্যে এই ক্যালেন্ডার সম্বন্ধিত আপডেট দিতে হবে। কোন দফতরের (Government Office) কতগুলি ক্যালেন্ডার চাই সেটা নির্দিষ্ট করে জানাতে হবে। দফতরের ড্রইং অ্যান্ড ডিসবার্সমেন্টের দায়িত্বে যে ব্যক্তি রয়েছেন তিনিই ক্যালেন্ডারের জন্য আবেদন করতে পারেন বলে খবর।

আরও পড়ুনঃ কাছের মানুষকে হারিয়ে ভেঙে পড়লেন বৈশাখী! ‘ভাবতে পারছি না তুমি নেই…’! লিখলেন শোভন-বান্ধবী

রিপোর্ট বলছে, পোর্টালের মাধ্যমে ক্যালেন্ডারের জন্য আবেদন করতে গেলে প্রথমে সংশ্লিষ্ট আধিকারিককে নিজের মোবাইল নম্বর এবং কোড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর একটি ওটিপি আসবে। তার ওপর ভিত্তি করে ওই পোর্টালে গিয়ে আবেদন করতে হবে।

Government employees Government office

এখানেই শেষ নয়! অফিসের কোন আধিকারিক ক্যালেন্ডার নেবেন সেই তথ্যও পোর্টালে বিশদে আপলোড করতে হবে। যে আধিকারিক (Government Employees) ক্যালেন্ডার নেবেন তাঁর নাম, মোবাইল নম্বর, পদ এবং ইমেল আইডি জানাতে হবে। নতুন বছর শুরু হওয়ার আগে, আগামী ১৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে এই ক্যালেন্ডার সংগ্রহ করার কাজ সেরে ফেলতে হবে। এমন নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

আসলে যে কোনও সরকারি অফিস (Government Office) এবং আধিকারিকের কাছে সরকারি ক্যালেন্ডার অত্যন্ত জরুরি। কারণ কোন কোন দিন অফিস ছুটি থাকবে সেটা সেখানে উল্লেখ করা থাকে। তবে এতদিন দেখা যেত, এই সরকারি ক্যালেন্ডার নিতে নিতে অনেকসময় ফেব্রুয়ারি অবধি হতে যেত। শুধু তাই নয়! যত ক্যালেন্ডার প্রয়োজন, তার চেয়ে অনেকসময় কমও পাওয়া যেত। এই সকল সমস্যা সমাধান করতেই এবার সুশৃঙ্খল পদ্ধতি শুরু করা হচ্ছে বলে খবর। এবার থেকে পোর্টালের মাধ্যমে আবেদন করে নিতে হবে সরকারি ক্যালেন্ডার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর