বিতর্কের মাঝে গ্রেফতার ইউনূস কন্যা, মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেফতার? ফাঁস হলো সত্য

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে বাংলাদেশের অবস্থা নিয়ে আর আলাদা করে কিছু বলতে হবে না। প্রতিনিয়ত সেখানে হাতের পুতুল বানানো হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের। এদিকে এত কিছুর পরও চুপ ইউনূস  (Muhammad Yunus)। যার হাতে এখন গোটা বাংলাদেশের (Bangladesh) শাসনভার। স্বাধীন বাংলাদেশকে নাকি অভিনব রূপে সাজানোর দায়িত্ব নিয়েছেন তিনি। আর এবার শাসনকর্তার মেয়ে যা কান্ড ঘটিয়েছেন তাতে কান কাটা যাচ্ছে “নোবেল পুরস্কার” প্রাপ্ত মহম্মদ ইউনূসের (Muhammad Yunus)। মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেফতার ইউনূস কন্যা।

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেফতার ইউনূস (Muhammed Yunus) কন্যা:

সম্প্রতি সমাজ মাধ্যমে কিছু ভিডিও এবং ছবি ভাইরাল হয়। এই ভিডিওতে দেখা যাচ্ছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেফতার হচ্ছেন এক মহিলা। আর এই মহিলাকে দেখতে মহম্মদ ইউনূসের কন্যা মনিকা ইউনূসের মতো। মুখের আদল দেখে তেমনটাই বোঝা গিয়েছে। শুধু তাই নয়, ভাইরাল পোস্টেও দাবি করা হয়েছে তিনি নাকি মনিকা ইউনূস (Monica Yunus)।

Muhammad Yunus daughter Monica Yunus arrested

সমাজ মাধ্যমে ঠিক কি পোস্ট করা হয়েছে?

থ্রেডে যে ব্যক্তি এই ভিডিও এবং ছবিটি পোস্ট করেছে তাতে তিনি দাবি করেছেন, “উনি নিজের সন্তানদের মানুষ করতে ব্যর্থ। লোকে মনে করে তিনি মুসলিম যুবকদের পথ প্রদর্শন করছেন? ট্রাম্প-বিদ্বেষী মহম্মদ ইউনূস (Muhammad Yunus) সমকামীদের অধিকারকে সমর্থন করেন। ওর মেয়ে মনিকা ইউনুস একজন সমকামী। তাঁকে পুলিশ মাতাল অবস্থায় গ্রেপ্তার করেছিল। এখন কি বাংলাদেশের মুসলিমরা তাঁদের ‘নেতার’ আসল পরিচয় দেখতে পাচ্ছেন?” একেই বাংলাদেশের অবস্থা অত্যন্ত শোচনীয়। তার উপর এমন ভিডিও পেয়ে নেট নাগরিকরা আদাজল খেয়ে মন্তব্য করতে ব্যস্ত। ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে বলেও জানা যায়।

আরো পড়ুন : বিয়ে ভাঙার অর্থ ‘আত্মহত্যায় প্ররোচনা’ দেওয়া নয়! বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

তবে ভাইরাল এই ভিডিওতে দাবি সত্য নয়:

আপনাদের জানিয়ে রাখি, মনিকার নামে যে দাবি উঠেছে তা কিন্তু সত্য নয়। এই বিষয় বিশিষ্ট প্রতিবেদনেও মিথ্যে বলেই দাবি করা হয়। আর এই সত্যতার উদঘাটন করা গিয়েছে ইউটিউবে মাধ্যমে। আসলে থ্রেডে এই ভিডিও পোস্ট করার পর, ইউটিউবে একটি ভিডিও পোস্ট হয়েছে। সেখান থেকে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে ২০২২ সালের ১৬ই এপ্রিল। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের ভেরোনা শহরে এক মহিলা মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটায়। ঘটনাচক্রে তার নাম মনিকা হলেও তিনি মনিকা ইউনূস নন। আর এই মনিকা ছিলেন একজন সমকামী, যাকে গ্রেফতার করা হয়। আর ওই মনিকার সঙ্গে মনিকা ইউনূসকে গুলিয়ে ফেলা হয়েছে।

আরো পড়ুন : সেলিম হয়েছিল রবি! উত্তপ্ত আবহেই খাস কলকাতা থেকে আটক বাংলাদেশি নাগরিক

মনিকা ইউনূসের পরিচয়:
মনিকা ইউনূস শুধু মোহাম্মদ ইউনূসের কন্যাই নন একাধারে তিনি বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন খ্যাতিসম্পন্ন অপেরা গায়ক। তাঁর স্বামী ব্র্যান্ডন ম্যাকরিনল্ডস। ২০০৯ সালে মনিকা ইউনূস এবং ব্র্যান্ডন ম্যাকরিনল্ডস বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মহম্মদ ইউনূস (Muhammed Yunus) বাংলাদেশের দায়িত্ব পাবার পর থেকেই কোনো না কোনো কারণে বিতর্কে উঠে আসন। আর এবারও ঠিক একই ঘটনা ঘটলো।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর