৩ ডজন মেশিন ১০ দিন ধরে গুনেছিল টাকা! এই সাংসদের বাড়িতে হয় দেশের সবথেকে বড় আয়কর হানা

বাংলাহান্ট ডেস্ক : দেশের প্রতিটি মানুষ যারা আয়কর (Income Tax Raid) দেওয়ার জন্য উপযুক্ত তাদের প্রতি বছর কর দিতে হয় সরকারকে। যাঁদের উপার্জন আয়কর দেওয়ার সীমা ছুঁয়ে যায় তাঁদের প্রত্যেককে নিয়ম করে দিতে হয় নির্দিষ্ট আয়কর। নিয়মে হেরফের হলে দেখা দিতে পারে বড়সড় সমস্যা। এমনকি আয়কর (Income Tax Raid) ফাঁকি দিলে হতে পারে গুরুতর শাস্তিও। বাড়িতে যখন তখন হানা দিতে পারে আয়কর দফতরের আধিকারিকরা।

বহু আয়কর (Income Tax Raid) হানা হয়েছে দেশে

বিভিন্ন সময় সংবাদ শিরোনামে উঠে এসেছে আয়কর হানার (Income Tax Raid) বহু ঘটনা। আয়কর দফতরের আচমকা অভিযানে উদ্ধার হয়েছে বান্ডিলের পর বান্ডিল নোট, সোনাদানা সহ বহু সম্পত্তি। নামী অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে ব্যবসায়ী, কিংবা দাপুটে রাজনীতিবিদ, আয়কর দফতরের শ্যেণ দৃষ্টিতে পড়ে বিপাকে পড়েছেন অনেকেই।

Which was India biggest income tax raid

দেশের সবথেকে বড় রেইড কবে হয়েছিল: এই সমস্ত আয়কর দফতরের রেইডের (Income Tax Raid) ঘটনাগুলি আমজনতার কাছেও যথেষ্ট কৌতূহল উদ্রেক করে। কোন রেইড থেকে কত টাকা উদ্ধার হল তা জানার আগ্রহ থাকে সকলেরই। তবে দেশের সবথেকে বড় আয়কর রেইড (Income Tax Raid) কবে হয়েছিল জানেন? ১০ দিন ধরে টাকা গোনা হয়েছিল টানা। মোট কত টাকা উদ্ধার হয়েছিল ওই রেইড থেকে?

 আরো পড়ুন : সব সীমা ছাড়িয়ে যাচ্ছে ইউনূস সরকার! জেলবন্দি চিন্ময় কৃষ্ণকে ওষুধ দিতে যাওয়ার “অপরাধে” গ্রেফতার ২

কবে হয়েছিল এই রেইড: ভারতীয় ইনকাম ট্যাক্স দফতরের ১৬৫ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে কিছু দলকে পুরষ্কৃত করা হয়েছিল। তার মধ্যে একটি বিশেষ দল ছিল যারা দেশের সর্বকালের সবথেকে বড় আয়কর হানাটি করেছিলেন। উল্লেখ্য, গত বছরই হয়েছিল এই আয়কর রেইড (Income Tax Raid)।

আরো পড়ুন : নায়কের মুখে গা গোলানো দুর্গন্ধ! চুম্বন দৃশ্য করেই অসুস্থ হয়ে পড়েন বিপাশা

মোট ৩১৬.৮ কোটি টাকা উদ্ধার হয়েছিল ওই আয়কর রেইড থেকে। তিন ডজন টাকা গোনার মেশিন নিয়ে যাওয়া হয়েছিল। বিভিন্ন ব্যাঙ্কের মেশিন এবং কর্মীদেরও টাকা গোনার কাজে লাগানো হয়েছিল। ১০ দিন ধরে গুনেও শেষ করা যায়নি এই বিপুল পরিমাণ টাকা। কিন্তু কার বাড়িতে হয়েছিল এই বিরাট রেইড? জানিয়ে রাখি, ওড়িশার কংগ্রেস সাংসদ ধীরাজ সাহুর বাড়িতে রেইড করে উদ্ধার হয়েছিল এই বিপুল পরিমাণ টাকা। পরে আবার জানা গিয়েছিল, ১৫০ কোটি টাকা আয়কর দেন তিনি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর