বাংলাহান্ট ডেস্ক : বিশ্বে এতগুলি দেশ। আর প্রতিটি দেশেরই রয়েছে নিজস্ব মুদ্রা, যা দিয়ে দেশের মধ্যে চলে লেনদেন। তবে এক দেশ থেকে আরেক দেশে গেলে তখন আবার সেই দেশের মুদ্রায় রূপান্তর করতে হয় লেনদেনের সুবিধার জন্য। সাধারণত যেকোনো দেশের মুদ্রার মূল্যই পরিমাপ করা হয় মার্কিন ডলার এর পরিপ্রেক্ষিতে। এই কারণেই মাঝে মধ্যেই খবরের শিরোনামে আসে, ডলারের তুলনায় ভারতীয় (India) মুদ্রার মূল্যের ওঠানামা। তবে প্রতিবেশী দেশ পাকিস্তানের পরিপ্রেক্ষিতে ভারতীয় (India) মুদ্রার বর্তমান মূল্য কত জানেন?
ভারতীয় (India) রুপির সঙ্গে পাকিস্তানি রুপির তুলনা
বিশ্ব বাজারে যেকোনো দেশের মুদ্রার মূল্য পরিমাপ করা হয় ইউ এস ডলারের হিসেবে। বর্তমানে ডলার প্রতি ভারতীয় (India)bরুপির মূল্য হয়েছে ৮৩.৭৫ টাকা। অর্থাৎ ইউ এস ডলার ভারতীয় মুদ্রায় রূপান্তর করলে মিলবে ৮৩.৭৫ টাকা। একই ভাবে কেউ যদি ১ লক্ষ ভারতীয় রুপি নিয়ে পাকিস্তানে যেতে চায় তবে কত টাকা পাওয়া যাবে?
ভারতীয় ১ টাকা পাকিস্তানে কত হবে: একথা বলা বাহুল্য যে ডলারের তুলনায় পাকিস্তানি রুপির অবস্থান যথেষ্ট নীচে। বিগত কয়েক বছর ধরেই ডলারের তুলনায় পাকিস্তানি রুপির মূল্য পড়ে চলেছে। বর্তমানে এই মূল্য দাঁড়াচ্ছে, ১ ইউ এস ডলার প্রতি ২৭৮.৭৭ পাকিস্তানি রুপি। আর ভারতীয় (India) মুদ্রার সঙ্গে তুলনা করলে, পাকিস্তানে ভারতীয় রুপির মূল্য হচ্ছে ৩.৩৩ টাকা।
আরো পড়ুন : এমনিতে নমাজ পড়া মুসলিম, ভজন গাওয়ার সময়েই বদলে যেত ধর্ম! রফিকে নিয়ে অজানা কথা শোনালেন সোনু
ভারতের ১ লক্ষ টাকা কত হবে পাকিস্তানে: এর অর্থ হচ্ছে, ভারতীয় (India) ১ টাকা পাকিস্তানি রুপিতে রূপান্তর করা হলে তা হবে ৩.৩৩ রুপি। কেউ যদি ১ লক্ষ ভারতীয় টাকা নিয়ে পাকিস্তানে যান তবে সেখানে এর মূল্য হবে প্রায় ৩,৩৩,৩৬৪.৬২ পাকিস্তানি রুপি। আবার ১ লক্ষ পাকিস্তানি রুপি নিয়ে ভারতে (India) এলে পাওয়া যাবে মাত্র ৩০,০২৪.২০ ভারতীয় টাকা।
আরো পড়ুন : পরিণতি পায়নি সম্পর্ক, তবু এত বছর পরেও অটুট প্রেম! অমিতাভের সঙ্গে এখনো দেখা হয় রেখার!
আসলে বর্তমানে পাকিস্তানের অর্থনীতি যথেষ্ট খারাপ পরিস্থিতিতে রয়েছে। বিশ্ব বাজারে লাগাতার পড়ছে পাকিস্তানি রুপির মূল্য। বিশেষ করে সরকার বদল হওয়ার পর থেকেই পড়শি দেশের অর্থনীতিতে লেগেছে ভাঁটার টান।