বাংলাহান্ট ডেস্ক : কপালের ফের আর কাকে বলে! বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রমের পর সুফল পেলেও তা ভোগ করতে পারলেন না আইপিএস আধিকারিক (IPS Officer)। দীর্ঘ ট্রেনিং শেষে ডিউটিতে যোগ দিতে যাওয়ার পথেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর। কর্ণাটকের মর্মান্তিক এক দুর্ঘটনায় শোকের আবহ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।
দুর্ঘটনায় মৃত্যু আইপিএস আধিকারিকের (IPS Officer)
ঘটনাটি ঘটে কর্ণাটকের হাসন থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে কিট্টানে এলাকাতে। রবিবার বিকেল ৪ টে বেজে ২০ মিনিট নাগাদ ঘটে দুর্ঘটনা। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ডিউটিতে যোগ দিতে কর্ণাটকের হাসন থেকে গাড়িতে রওয়ানা হয়েছিলেন বছর ২৬ এর আইপিএস আধিকারিক (IPS Officer) হর্ষ বর্ধন। তাঁর ডিউটি পড়েছিল কর্ণাটকের হোলেনারাসিপুরে। ডিউটিতে যোগ দিতেই যাচ্ছিলেন তিনি। কিন্তু গন্তব্যে পৌঁছানো হল না তাঁর।
কীভাবে ঘটল দুর্ঘটনা: জানা গিয়েছে, রাস্তায় হঠাৎ করেই ফেটে যায় গাড়ির চাকা। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সজোরে ধাক্কা মারে রাস্তার ধারে একটি বাড়ি আর গাছে। মাথায় গুরুতর চোট লাগে হর্ষ বর্ধনের। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করা হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীনই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিন্তু অদ্ভূূত ভাবে গাড়ির চালক সামান্যই চোট পেয়েছেন।
আরো পড়ুন : পড়শি দেশের “কাঙাল” অবস্থা! ভারতের ১ লক্ষ টাকা পাকিস্তানি রুপিতে কত হবে? জানলে পাবেন দুঃখ
শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর: সূত্রের খবর, হোলেনারাসিপুরে অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপারের (IPS Officer) দায়িত্ব পেয়েছিলেন হর্ষ বর্ধন। ৬ মাসের ট্রেনিং শেষে সেই ডিউটিতে যোগ দিতেই যাচ্ছিলেন তিনি। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি লিখেছেন, বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রমের পর সাফল্যের দরজায় পা রাখার সময়েই এমন ঘটনা মেনে নেওয়া যায় না।
আরো পড়ুন : ট্রাম্পের ক্যাবিনেটে আরও এক ভারতীয় বংশোদ্ভূত, FBI-এর নয়া ডিরেক্টর হলেন কাশ প্যাটেল, চমকে দেবে পরিচয়
মধ্যপ্রদেশের সিংরাউলি জেলার দোসার গ্রামের বাসিন্দা ছিলেন হর্ষ বর্ধন। তাঁর বাবা অখিলেশ সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। কর্ণাটক ক্যাডারের ২০২৩ সালের ব্যাচ থেকে আইপিএস আধিকারিক (IPS Officer) হয়েছিলেন তিনি। তাঁর এমন শোচনীয় মৃত্যুতে শোকে মূহ্যমান পরিবার।