বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর (RG Kar Case) চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পরেই শিরোনামে উঠে এসেছে হাসপাতালের দুর্নীতির আখ্যান! প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আমলে হাসপাতালের চার দেওয়ালের ভেতর হওয়া ভূরি ভূরি দুর্নীতির অভিযোগের তদন্ত করছে সিবিআই। এবার এই মামলাতেই ধৃত ব্যবসায়ী বিপ্লব সিংহের জামিনের বিরোধিতা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একইসঙ্গে বেশ কিছু গুরুতর দাবিও করা হয়েছে।
আরজি কর দুর্নীতি মামলায় (RG Kar Case) চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের!
আরজি করের প্রাক্তন অধ্যক্ষ তথা দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত সন্দীপ ঘোষের ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত বিপ্লব (Biplab Singha)। সোমবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে এই মামলার শুনানি ছিল। সেখানে সন্দীপ সহ পাঁচ অভিযুক্তকে ভার্চুয়ালি হাজির করানো হয়। তখনই জামিনের আর্জি জানায় বিপ্লব। তবে বিরোধিতা করে সিবিআই।
কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে এদিন আদালতে জানানো হয়, আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় ‘বৃহত্তর ষড়যন্ত্রে’র ইঙ্গিত মিলেছে। চার্জশিটেও একথা তুলে ধরা হয়েছে। তদন্তকারীদের অনুমান, এই দুর্নীতির ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত। তদন্ত এখন এমন পর্যায়ে রয়েছে, এখন যদি বিপ্লবকে জামিন দেওয়া হয়, তাহলে তদন্তে প্রভাব পড়বে। এখানেই শেষ নয়! সিবিআইয়ের (CBI) আরও দাবি, টেন্ডার দুর্নীতিতেও আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় ধৃতদের ভূমিকা রয়েছে।
আরও পড়ুনঃ ৩১ ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে কাজ, প্রধানশিক্ষকদের কড়া নির্দেশ রাজ্যের
এদিকে গত ২৯ নভেম্বর এই মামলায় ধৃত ৫ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে সিবিআই। সেখানে সন্দীপ ছাড়াও বিপ্লব সিংহ, সুমন হাজরা, আফসার আলি খান এবং আশিস পাণ্ডের নাম রয়েছে বলে খবর। এদিকে সন্দীপ যেহেতু একজন সরকারি কর্মী, সেই কারণে তাঁর বিরুদ্ধে চার্জশিট (Chargesheet) পেশ করতে গেলে আইনত রাজ্য সরকারের সম্মতি দরকার।
রিপোর্ট বলছে, এখনও অবধি রাজ্য সেই চার্জশিটে সম্মতি প্রদান করেনি। এদিকে আদালতও এখনও অবধি সেটা গ্রহণ করেনি। এমতাবস্থায় আজ আদালতে জামিনের আবেদন করেন আরজি কর দুর্নীতি মামলায় (RG Kar Case) ধৃত বিপ্লব। তবে তা শোনামাত্রই বিরোধিতা করে ওঠে সিবিআই। বিরোধিতার স্বপক্ষে বেশ কিছু যুক্তিও পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।