১২ বছর পর মহাকুম্ভের মহাযোগ! কবে সম্পন্ন হবে শাহী স্নান? জেনে নিন বিস্তারিত

বাংলা হান্ট ডেস্ক: হিন্দুদের বছরের শুরু থেকে শেষ অবধি পালা-পার্বণ লেগেই রয়েছে। নববর্ষ দিয়ে শুরু সংক্রান্তি দিয়ে শেষ। এর মাঝে আসতে থাকে হাজারো পার্বণ। আর এবার আসতে চলেছে মহাকুম্ভ (Maha Kumbha)। জ্যোতিষ শাস্ত্রে এই ধর্মীয় উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। গোটা বিশ্ব তথা ভারতের অন্যতম উৎসব হচ্ছে এই কুম্ভ মেলা। আর যেহেতু মহাকুম্ভের সময় এগিয়ে এসেছে, তাই মানুষের মধ্যে শুরু হয়েছে উত্তেজনা। কবে পড়েছে এই উৎসব, পুণ্য স্নানের সময়সূচি ঠিক কি? কেন পালন করা হয় কুম্ভ উৎসব? জেনে নিন আজকের প্রতিবেদনে?

সবার আগে জেনে নিন কেন পালন করা হয় মহাকুম্ভ (Maha Kumbha) উৎসব:

এই মহাকুম্ভের সঙ্গে মিশে রয়েছে হিন্দুদের ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি। জ্যোতিষশাস্ত্র অনুসারে, মেষ রাশি চক্রে বৃহস্পতি, সূর্য ও চন্দ্র মকর রাশিতে প্রবেশ করলে মহাকুম্ভ (Maha Kumbha) মেলার আয়োজন করা হয়। বলা হয় প্রতি চার বছর অন্তর এই উৎসবের পালন করা হয়ে থাকে। ২০১৩ সালে এই উৎসব পালন হয়েছিল, আর এবার ২০২৫এ মহাসমারোহে পালন হবে।

 2025 Maha Kumbha mela auspicious time and date.

২০২৫-এ মহাকুম্ভর সময়সূচি: এই বছর পূর্ণকুম্ভের আয়োজন করা হচ্ছে ২০২৫ সালে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, মহাকুম্ভ শুরু হচ্ছে ১৩ই জানুয়ারি থেকে। সেদিন পৌষ পূর্ণিমার স্নানের দিনই শুরু হচ্ছে এই উৎসব। আর শেষ হবে ২৬শে ফেব্রুয়ারি। বৈদিক শাস্ত্র বলছে, মহাকুম্ভের (Maha Kumbha) শেষের সময় পড়েছে মহা শিবরাত্রি। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত ভালো তিথি রয়েছে এবার।

আরও পড়ুনঃ আচমকাই হু হু করে সম্পদ কমল মাস্কের! ধনকুবেরদের তালিকায় ঝড় তুললেন আম্বানি, টক্কর দিলেন আদানিও

এই সময় স্নানের পূণ্য তিথি কোনগুলি আছে? শাস্ত্র অনুসারে ২০২৫ এ মহাকুম্ভ (Maha Kumbha) স্নানের পূণ্য তিথি পড়েছে ছদিন। মহাকুম্ভ শুরু হচ্ছে পৌষ পূর্ণিমা অর্থাৎ ১৩ই জানুয়ারি থেকে। এদিন স্নানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার পৌষ পূর্ণিমার পরের দিন ১৪ই জানুয়ারি মকর সংক্রান্তি। এ দিন পালিত হবে প্রথম শাহি স্নান। পরবর্তী শাহী স্নান হবে ২৯ জানুয়ারি ২০২৫ মৌনি অমাবস্যায়। এরপর শাহি স্নানের দিন পড়েছে ৩রা ফেব্রুয়ারি ২০২৫-এ , এটি বসন্ত পঞ্চমীর শাহী স্নান। পরবর্তী শাহি স্নানের যোগ রয়েছে আগামী ১২ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমাতে। আর মহাকুম্ভ ২০২৫-এর শেষ শাহী স্নান পালিত হবে ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে। এই হচ্ছে মহাকুম্ভর পুণ্য স্নানের দিনক্ষণ।

আরও পড়ুনঃ বাংলাদেশের জেল থেকে হাওয়া ৭০০ আসামি! রয়েছে ৭০ জন জঙ্গি, মুখে কুলুপ ইউনূস সরকারের

এই দিনগুলিতে স্নান করলে ঠিক কি হয়? প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই দিন গঙ্গার জলে প্রথম সূর্যের আলো পড়ে অমৃত সৃষ্টি হয়। আর এই বিশেষ সন্ধিক্ষণে ত্রিবেণী সঙ্গম অর্থাৎ গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমস্থলে স্নান করলে বহু অসুখ-বিসুখ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও বিশ্বাস রয়েছে, এই সময় স্নান করলে জীবনের সমস্ত পাপ ধুয়ে যায়, পাশাপাশি মোক্ষ লাভ করা যায়। মহাকুম্ভ (Maha Kumbha) মেলা শুধু হিন্দুদের নয়, গোটা বিশ্ব এই মেলায় অংশগ্রহণ করেন।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর