শরীরী টানে বারবার দীপিকার কাছেই ফেরা! রণবীরকে নিয়ে খোলাখুলি বিষ্ফোরক অভিনেত্রী

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে ব্যর্থ সম্পর্কগুলির মধ্যে রণবীর কাপুর এবং দীপিকা পাডুকোনের (Deepika Padukone) সম্পর্কের কথা না বললেই নয়। ইন্ডাস্ট্রিতে সবথেকে বেশি চর্চিত ছিল তাঁদের জুটি। মাত্র দু বছরের সম্পর্কে এতটাই জনপ্রিয়তা পেয়েছিলেন তাঁরা যে অনেকেই ভেবেছিলেন, বাস্তবেও বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। কিন্তু বিধি বাম! রণবীরের সঙ্গে বিচ্ছেদটা সহজে মেনে নিতে পারেননি দীপিকা (Deepika Padukone)। এমনকি অবসাদের বিষয়েও খোলাখুলি আলোচনা করতে দেখা গিয়েছিল তাঁকে।

রণবীরের সঙ্গে প্রাক্তন সম্পর্ক নিয়ে অকপট দীপিকা (Deepika Padukone)

বলিউডে বরাবরই ‘ক্যাসানোভা’ ভাবমূর্তি বজায় রেখেছিলেন রণবীর। এর জন্য অনেকেই সতর্ক করেছিলেন দীপিকাকে (Deepika Padukone)। তখন উপলব্ধি না করলেও পরে টের পান অভিনেত্রী। পরবর্তীতে সাক্ষাৎকারে খোলাখুলিভাবেই পুরনো সম্পর্ক নিয়ে কথা বলতে দেখা গিয়েছিল দীপিকাকে (Deepika Padukone)। এমনকি তাঁর কথায় উঠে এসেছিল রণবীরের সঙ্গে শারীরিক সম্পর্কের বিষয়টাও!

Deepika padukone opened up about ranbir kapoor

শরীরী সম্পর্ক নিয়ে মত অভিনেত্রীর: দীপিকা (Deepika Padukone) বলেছিলেন, শারীরিক সম্পর্ক তাঁর কাছে শুধুই শরীর সর্বস্ব নয়। তার সঙ্গে অনুভূতিও জড়িয়ে থাকে। সম্পর্কে থাকার সময় তিনি কখনোই ঠকাননি। অভিনেত্রী আরো বলেছিলেন, তাঁর যদি একাধিক সম্পর্কে জড়ানোরই থাকে, তাহলে একা থাকাই ভালো। কিন্তু সকলে তাঁর মতো করে ভাবেন না। হয়তো সেই কারণেই অতীতে কষ্ট পেতে হয়েছে তাঁকে।

আরো পড়ুন : দেবদাস ধর্মেন্দ্র, পারোর চরিত্রে শর্মিলা, মাঝপথেই ভেস্তে যায় ছবি! চন্দ্রমুখী কে হয়েছিল জানেন?

পরোক্ষে কটাক্ষ অভিনেতাকে: রণবীরের নাম না করেই দীপিকা (Deepika Padukone) বলেছিলেন, ‘আমি খুব বোকা ছিলাম, তাই ওকে দ্বিতীয় সুযোগ দিয়েছিলাম। ও অনুরোধ করেছিল, ক্ষমা চেয়েছিল, কিন্তু অনেকেই আমাকে সতর্ক করেছিল। শেষমেষ একদিন ওকে হাতেনাতে ধরি।’ অভিনেত্রীর কথায়, ওই সম্পর্কটা ছেড়ে এগিয়ে যেতে একটু সময় লেগেছিল তাঁর। তবে ওখানে আর ফিরবেন না তিনি।

আরো পড়ুন : মিস ওয়ার্ল্ডের মঞ্চে প্রথম দেখা, প্রিয়াঙ্কা তখন ১৮-র তরুণী, স্বামী নিকের বয়স কত ছিল জানেন?

দীপিকা (Deepika Padukone) এও বলেছিলেন, প্রথমবার যখন রণবীর তাঁকে ঠকান তখন তিনি ভেবেছিলেন হয়তো তাঁর মধ্যেই কোনো খামতি রয়েছে। কিন্তু বিষয়টা যখন বারবার হতে থাকে তখন বোঝা যায় যে সমস্যাটা তার মধ্যেই। রণবীর নিজেও অবশ্য স্বীকার করে নিয়েছিলেন যে দীপিকাকে তিনি ঠকিয়েছিলেন। এর জন্য নিজের অপরিণত মনোভাব আর সাময়িক মোহকে দায়ী করেছিলেন রণবীর।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর