বলিউডে এবার বিরাটের বায়োপিক! অভিনয় করবেন স্বয়ং কোহলি? কি জানালেন জনপ্রিয় পরিচালক?

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি খেলোয়াড় বিরাট কোহলি (Virat Kohli) প্রায় সবসময় থাকেন খবরের শিরোনামে। সমগ্র বিশ্বজুড়েই তাঁর অসংখ্য অনুরাগী রয়েছেন। খেলার পাশাপাশি তিনি তাঁর ফিটনেস এবং স্টাইলের মাধ্যমেও চমকে দেন সবাইকেই। ভারতীয় দলের অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলির ক্রিকেট সফরও বেশ চমকপ্রদ। তিনি একাধিক বিরল রেকর্ডের অধিকারী। এমতাবস্থায়, বিরাট কোহলিকে বিশ্বের সেরা ব্যাটারদের মধ্যে অন্যতম একজন হিসেবে গণ্য করা হয়। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে।

বলিউডে কি এবার বিরাটের (Virat Kohli) বায়োপিক?

প্রসঙ্গত উল্লেখ্য যে, ইতিমধ্যেই আমরা একাধিক ভারতীয় খেলোয়াড়ের বায়োপিক তৈরি হতে দেখেছি। যেগুলি বড়পর্দায় উপস্থাপিত হয়ে দর্শকদের মধ্যে তুমুল জনপ্রিয় হয়েছে। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে মহম্মদ আজহারউদ্দিনের বায়োপিক ইতিমধ্যেই তৈরি হয়েছে। আসলে ক্রিকেটারদের বায়োপিক সবসময়ই অনুরাগীদের কাছে এক আলাদা আগ্রহ তৈরি করে। এমন পরিস্থিতিতে বিরাট কোহলির (Virat Kohli) জীবনের গল্প জানার জন্যও মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। শুধু তাই নয়, ভক্তদের পাশাপাশি বলিউডের বিখ্যাত পরিচালকরাও বিরাট কোহলির জীবনের গল্প বড়পর্দায় নিয়ে আসার ইচ্ছে প্রকাশ করেছেন।

বিরাট কোহলির বায়োপিক বানানোর ইচ্ছে প্রকাশ করলেন এই পরিচালক: জানিয়ে রাখি যে, বলিউডের জনপ্রিয় পরিচালক কবির খান বলেছেন যে, তিনি বিরাট কোহলির (Virat Kohli) ক্রিকেট সফর এবং তাঁর ব্যক্তিগত কাহিনি বড়পর্দায় তুলে ধরতে চান। সাংবাদিক সুবিমল কুমারের সঙ্গে কথা বলার সময়ে কবির খান এটি জানান।

আরও পড়ুন: ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছেন আম্বানি! কিনলেন এই সংস্থার ৭৪ শতাংশ অংশীদারিত্ব, কত হল খরচ?

সম্প্রতি সাংবাদিক সুবিমল কুমার তাঁর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে কবির খান বলেছেন, “শুধু ক্রিকেট নয়, বিরাটের (Virat Kohli) পুরো ক্যারেক্টার নিয়েই একটি গল্প তৈরি করা উচিত। আমি বিরাট কোহলিকে খুব আলাদাভাবে দেখি। কারণ মাঠের বাইরেও তাঁর আচরণ অসাধারণ। তিনি অত্যন্ত স্থির একজন খেলোয়াড়। তাঁর ফিটনেসও চমৎকার। যদি আমার কাছে অপশন থাকে তাহলে আমি অবশ্যই বিরাট কোহলির ওপর একটি বায়োপিক করতে চাই।”

আরও পড়ুন: নেই চিকিৎসা করার টাকা! এরই মাঝে মিথ্যে অপবাদের সম্মুখীন বিনোদ কাম্বলি, ঘোর সঙ্কটে সচিনের বন্ধু

“বিরাট কোহলির নিজের অভিনয় করা উচিত”: এমন অনেক বলিউড অভিনেতা আছেন যাঁরা বিরাট কোহলির (Virat Kohli) বায়োপিকে কাজ করতে চান। তবে, বলিউডের বিখ্যাত অভিনেতা রণবীর কাপুর বলেছেন, বিরাট কোহলির নিজেই তাঁর বায়োপিকে অভিনয় করা উচিত। ২০২৩ সালের ODI বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ চলাকালীন, রণবীর কাপুর বলেছিলেন, “বিরাট কোহলির ওপর যদি একটি বায়োপিক তৈরি করা হয় সেক্ষেত্রে তাঁর নিজের অভিনয় করা উচিত।” তিনি আরও জানান, ফিটনেসের দিক থেকে বিরাট কোহলি বলিউডের অনেক অভিনেতার চেয়ে এগিয়ে আছেন। তাই, তিনি তাঁর চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর