গভীর সমুদ্রে সাঁতার কাটছেন তরুণী, আচমকাই তাঁর মাথা কামড়ে ধরল বিরাট হাঙর, তারপরে যা ঘটল…..

বাংলা হান্ট ডেস্ক: ভ্রমণ পিপাসুদের সর্বদা অ্যাডভেঞ্চারের প্রয়োজন। সে পাহাড় হোক কিংবা সমুদ্র যেখানেই যাবেন সেখানে দুঃসাহসিক কাজ করবেনই করবেন। তবে এবার গভীর সমুদ্রে নতুন কিছু তল্লাশি করতে গিয়ে হাঙরের মারণ কামড় খেল এক তরুণী। সমাজ মাধ্যমের দৌলতে সেই ভাইরাল (Viral) ভিডিওর সাক্ষী থাকলেন নেট জনতারা। গভীর সমুদ্র সাঁতার কাটছিলেন তরুণী। আর সেই সময় এক হাঙরের খপ্পড়ে পড়ে যান। তবে ভাগ্যের জোরে মৃত্যুর হাত থেকে বেঁচে আসেন তিনি। বিষয়টি শুনতে ভয়ঙ্কর লাগলেও এমনটাই ঘটেছে।

তরুণীর মাথা কামড়ে ধরে বৃহদাকার হাঙর ভাইরাল(Viral) ভিডিও

সম্প্রতি যে ভিডিওটি (Video) ভাইরাল হয়েছে জানা গিয়েছে সেটি মলদ্বীপের ঘটনা। এছাড়াও সূত্র মারফত জানা যায়, নভেম্বরের ১৫ তারিখে মলদ্বীপের হুলহুমাল্লে দ্বীপেই তরুণীর সাথে এই ঘটনাটি ঘটে। ভাইরাল (Viral) ভিডিওতে দেখা যাচ্ছে, গভীর সমুদ্রের মধ্যে তরুণী একাই সাঁতার কেটে বেড়াচ্ছেন। নীল জলের মধ্যে কোন কিছুর খোঁজে বেরিয়েছেন হয়তো তিনি। তবে এই সমুদ্রের মধ্যে যে বিপদ লুকিয়ে ছিল সে কথা তিনি জানতেন না। হঠাৎই পিছন থেকে একটি দৈত্যাকার হাঙর তার মাথাটি এসে কামড়ে ধরে।

 

View this post on Instagram

 

A post shared by CGTN Europe (@cgtneurope)

আসলে তরুণী বুঝতেই পারেনি তার পিছনে হাঙর আসছে। তবে তিনি কোনোরকম ভাবে ওই দৈত্যাকার প্রাণীটির হাত থেকে নিজেকে ছাড়িয়ে সেখান থেকে সরে যান। এরপর দেখা যায় হাঙর নিজের শিকারের খোঁজে অন্যদিকে চলে গিয়েছে। আর এই ভিডিওটি সমাজ মাধ্যমে পোস্ট হতে নিমেষের মধ্যে ভাইরাল (Viral) হয়ে যায়। ভিডিও দেখে আঁতকে উঠেছেন নেট নাগরিকরা। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট

গভীরভাবে আহত হয়েছেন তরুণী: ভিডিওটির মাধ্যমে জানা গিয়েছে, যে তরুণীর সঙ্গে ঘটনাটি ঘটেছে, তিনি ছিলেন একজন চীনা পর্যটক। সৌভাগ্যবশত বেঁচে গেলেও গভীরভাবে আহত হয়েছেন তিনি। জানা গিয়েছে, তরুণীর মাথা কামড়ে ধরায়, মাথার পিছন দিকে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। এমনকি তাতে ৪০টি সেলাই পর্যন্ত পড়েছে। দানবাকৃতির এমন প্রাণীর হাতে পড়লে এই ঘটনাই তো স্বাভাবিক। এই ভিডিওটি সমাজ মাধ্যমে ভাইরাল হতে বহু সংখ্যক দর্শক ভিডিওর সাথে জুড়ে গিয়েছেন। পাশাপাশি ৩৫ হাজারের ওপরে লাইক পড়েছে এই ভিডিওতে।

আরও পড়ুনঃ প্রভাবিত হবে EMI, আচমকাই সুদের হার সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন SBI-র! এখনই নিন জেনে

এই ভিডিওতে কেউ কেউ মন্তব্য করেছেন “এই জন্যই গভীর সমুদ্রে সাঁতার কাটা উচিত নয়”, আবার কেউ মন্তব্য করেছেন, “আপনারা কি কখনো দেখেছেন মাছেদের রাস্তায় হাঁটতে, তাই তাদের জায়গাও তাদের জন্য ছেড়ে দিন” অর্থাৎ এই ব্যক্তি বোঝাতে চেয়েছেন মাছেদের জায়গায় আধিপত্য ফলানো হচ্ছে, তাই তাদের রাস্তা মুক্ত রাখুন তাহলেই সব ভালো থাকবে। তবে সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে, এখানে একজন মন্তব্য করেছেন, “মালদ্বীপে কোন বাঘ হাঙর নেই”। সত্যি আছে কি নেই সে কথা কেউই জানেন না। তবে ভাইরাল (Viral) ঘটনাটি যে ভয়ঙ্কর সেটাই হচ্ছে বড় কথা।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর