বছর ঘুরলেই শুভদিন, নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে বাগদান-আশীর্বাদ সারলেন শ্বেতা-রুবেল

বাংলাহান্ট ডেস্ক : বছর ঘুরলেই বিয়ের সানাই বাজতে চলেছে টলিপাড়ায়। গাঁটছড়া বাঁধতে চলেছেন রুবেল দাস (Sweta Rubel) এবং শ্বেতা ভট্টাচার্য। ছোটপর্দার এই বহুল জনপ্রিয় জুটির বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই আগ্রহ ছিল অনুরাগীদের। কিন্তু মাঝে গুঞ্জন ছড়িয়েছিল, তাঁদের বিয়ে নাকি ভেঙে যেতে বসেছে। কিন্তু সমস্ত ধোঁয়াশা কাটিয়ে রবিবারেই বাগদান, আশীর্বাদ পর্ব সারলেন রুবেল শ্বেতা (Sweta Rubel)।

বাগদান পর্ব সেরে ফেললেন রুবেল শ্বেতা (Sweta Rubel)

রবিবার, ১৫ ই ডিসেম্বর দুই পরিবার এবং ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের উপস্থিতিতে আশীর্বাদ এবং বাগদান পর্ব সারেন শ্বেতা এবং রুবেল (Sweta Rubel)। দুজনেই এদিন পরেছিলেন রঙমিলান্তি পোশাক। শ্বেতার পরনে ছিল নীল শাড়ি এবং গোলাপি ব্লাউজ। অন্যদিকে নীল পাঞ্জাবি সাদা পাজামায় দেখা মিলল রুবেলের (Sweta Rubel)। সোশ্যাল মিডিয়ায় এদিনের ঘরোয়া অনুষ্ঠানের একটি ছোট ভিডিও শেয়ার করেছেন শ্বেতা।

Sweta rubel completed their engagement ceremony

সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা: সেখানে দেখা গিয়েছে, ঘনিষ্ঠ জনদের উপস্থিতিতে এই আয়োজন করেছিলেন তাঁরা। শ্বেতা রুবেল (Sweta Rubel) দুজনের মুখেই ছিল উজ্জ্বল হাসি। ভিডিও শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘পরিবারের আশীর্বাদ নিয়ে শুরু হল নতুন জীবনের প্রথম পদক্ষেপ’। কমেন্ট বক্সে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

আরো পড়ুন : ঘটল না কোনো মিরাকল, বিভ্রান্তি কাটিয়ে চিরশান্তির দেশে পাড়ি দিলেন শিল্পী জাকির হুসেন

বিয়ে নিয়ে শোনা গিয়েছিল গুঞ্জন: মাঝে শোনা গিয়েছিল, শ্বেতা রুবেলের (Sweta Rubel) বিয়ে নাকি ভাঙতে বসেছে। কিছুদিন আগেই অভিনেত্রীর ঘনিষ্ঠ আত্মীয়ের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। বিয়ের ঠিক আগেই এমন একটা ঘটনায় মুষড়ে পড়েছিলেন শ্বেতা (Sweta Rubel)। তখনই শোনা গিয়েছিল, বিয়ের প্রস্তুতি নাকি থমকে গিয়েছে। কিন্তু সমস্ত ধোঁয়াশা কাটিয়ে সারা জীবন একসঙ্গে থাকার প্রথম ধাপটা সম্পূর্ণ করে ফেললেন তাঁরা।

আরো পড়ুন : তিক্ততা-কাদা ছোড়াছুড়ি নয়, বিচ্ছেদের পরেও বন্ধুত্ব রয়েছে এই বলিউড জুটিদের মধ্যে

প্রসঙ্গত, ছোটপর্দার অতি জনপ্রিয় জুটি শ্বেতা রুবেল (Sweta Rubel)। শ্বেতা রুবেল। এক সিরিয়ালের সেটে কাজ করতে করতেই পরস্পরের প্রেমে পড়েছিলেন তাঁরা। কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর এবার সাতপাকে বাঁধা পড়তে চলেছেন দুজনে। শোনা যাচ্ছে, আগামী বছরের শুরুতে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসেই বিয়েটা সেরে ফেলবেন তাঁরা। সেই মতো প্রস্তুতিও সম্পূর্ণ। তবে বিয়ের তারিখটা এখনো আড়ালেই রেখেছেন রুবেল শ্বেতা।

 

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর