বাংলা হান্ট ডেস্কঃ ধর্মতলায় ধর্নায় বসতে চেয়েছিল ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস’। এই নিয়ে কলকাতা পুলিশের কাছে আবেদন জানালেও মেলেনি অনুমতি। এবার সোজা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন তারা। মঙ্গলবার মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয়। ইতিমধ্যেই মিলেছে সেই অনুমতি।
হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস
আরজি কর চিকিৎসক ধর্ষণ খুনের (RG Kar Case) আবহে ফের রাস্তায় নেমে প্রতিবাদের কর্মসূচি নেন ডাক্তাররা। সম্প্রতি এই মামলায় জামিন পেয়েছেন তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে ধৃত আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। ৯০ দিনের মধ্যে সিবিআই চার্জশিট দিতে না পারার কারণে তাঁদের জামিন মঞ্জুর করে আদালত।
এরপরেই প্রতিবাদ স্বরূপ ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে ধর্নার কর্মসূচি নেয় ডাক্তারদের পাঁচ সংগঠন নিয়ে তৈরি মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। এই মর্মে প্রথমে কলকাতা পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়। তবে পুলিশের তরফ থেকে অনুমতি দেওয়া হয়নি। এবার হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন তারা।
আরও পড়ুনঃ লক্ষ্মীর ভাণ্ডার ভুলে যান! এবার মিলবে ২৫০০ টাকা! মহিলাদের জন্য বিরাট ঘোষণা রাজ্যে
জানা যাচ্ছে, ধর্মতলায় ধর্নার অনুমতি চেয়ে রবিবার কলকাতার পুলিশ কমিশনারকে একটি মেল করেন চিকিৎসকরা (Joint Platform of Doctors’)। সেখানে বলা হয়, আগামী ১৭ থেকে ২৬ ডিসেম্বর অবধি ডোরিনা ক্রসিংয়ে অস্থায়ী মঞ্চ তৈরি করে তারা ধর্না দিতে চায়। আরজি কর চিকিৎসক ধর্ষণ খুনের প্রতিবাদ ও স্বাস্থ্যক্ষেত্রে ডাক্তারদের নিরাপত্তার দাবিতে মূলত এই কর্মসূচি করতে চাওয়া হচ্ছে বলে জানানো হয়। চিকিৎসক সংগঠনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়, এই শান্তিপূর্ণ কর্মসূচির কারণে সাধারণ মানুষের কোনও সমস্যা হবে না। সুরক্ষাও বিঘ্নিত হবে না।
সোমবার কলকাতা পুলিশের (Kolkata Police) তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, ধর্মতলা এলাকায় ধর্নার অনুমতি দেওয়া সম্ভব নয়। লালবাজারের আশঙ্কা, ডোরিনা ক্রসিংয়ের মতো জায়গায় এই কর্মসূচি হলে যানজট সৃষ্টি হতে পারে। এছাড়া বড়দিন এবং নববর্ষের আবহে ধর্মতলা এলাকায় বেশ ভিড় হয়। এমতাবস্থায় ধর্মতলার মতো ব্যস্ত জায়গায় চিকিৎসকদের ধর্নার অনুমতি প্রদান সম্ভব নয়।
এদিকে কলকাতা পুলিশের তরফ থেকে অনুমতি না মেলায় এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁদের মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। বুধবার তথা আগামীকাল শুনানি হতে পারে।