বয়স পেরিয়েছে আশি, বার্ধক্যকে গুলি মেরে দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে জিতেন্দ্র! বাবার বিয়েতে নাচলেন একতা

বাংলাহান্ট ডেস্ক : শীতের আমেজ পড়তেই শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম। শুধু টলিউডেই নয়, বলিউডেও চিত্রটা একই। এবার সাত পাকে বাঁধা পড়লেন আরো এক বলিউড অভিনেতা। তবে প্রথম বার নয়। দ্বিতীয় বার বিয়ে করলেন তিনি। কথা হচ্ছে হিন্দি ইন্ডাস্ট্রির প্রবীণ অভিনেতা জিতেন্দ্রর (Jeetendra) বিষয়ে। সম্প্রতি আবারো গাঁটছড়া বাঁধলেন তিনি। বাবার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেল ছেলে মেয়ে তুষার কাপুর এবং একতা কাপুরকেও।

আবারো বিয়ে করলেন জিতেন্দ্র (Jeetendra)

না না, অন্য কোনো মহিলা নয়, বরং নিজের দীর্ঘদিনের জীবনসঙ্গিনী শোভা কাপুরকেই আবারো স্ত্রী রূপে গ্রহণ করলেন জিতেন্দ্র (Jeetendra)। একসঙ্গে সুখে দুঃখে ৫০ বছর পূর্ণ করলেন তাঁরা। আর বিয়ের এই সুবর্ণজয়ন্তী উদযাপন করতে আবারো বিয়ের পিঁড়িতেই বসে পড়লেন জিতেন্দ্র (Jeetendra) শোভা। তাঁদের এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকল বলিউডের একাধিক তারকা ব্যক্তিত্ব।

Bollywood actor jeetendra got married again

উপস্থিত ছিলেন বলিউড তারকারাও: জিতেন্দ্র (Jeetendra) শোভার দ্বিতীয় বিয়ে উপলক্ষে আয়োজন করা হয়েছিল এক চোখ ধাঁধানো অনুষ্ঠানের। পরিবার এবং ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ছাড়াও বলিউডের তরফে উপস্থিত ছিলেন অনিল কাপুর, মণীশ মালহোত্রা, রিধি ডোগরা, অনিতা হাস্যনন্দানির মতো তারকারা। হাসিমজায়, নাচে গানে মুখরিত হয়ে উঠেছিল সন্ধ্যা।

আরো পড়ুন : নতুন বছরেই দুর্দান্ত উপহার ভারতীয় পর্যটকদের জন্য! এবার টুরিস্ট ভিসা ছাড়াই সফর করা যাবে এই দেশে

বাবার বিয়েতে নেচে মাতালেন একতা: ৫০ তম বিবাহ বার্ষিকীতে বিয়ের রীতি গুলি আবারো পালন করলেন জিতেন্দ্র (Jeetendra) শোভা। ছিল মালা বদল অনুষ্ঠান। পাশাপাশি একটি সুদৃশ্য তিন তলা কেকও আনা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন জিতেন্দ্র কন্যা একতা। সেখানে গানের তালে তুমুল নাচতে দেখা গিয়েছে তাঁকে।

আরো পড়ুন : হিন্দিতে তো ব্লকবাস্টার, বাংলায় ‘অ্যানিম্যাল’ তৈরি হলে কারা হতেন নায়ক নায়িকা? কাস্টিং রেডি

প্রসঙ্গত, ১৯৭৪ সালে শোভাকে বিয়ে করেন জিতেন্দ্র। সেই থেকে পরস্পরের পাশে রয়েছেন তাঁরা। বলিউড ইন্ডাস্ট্রিতে যখন একের পর এক বিয়ে ভাঙছে, তখন শক্ত করে পরস্পরের হাত ধরে থেকে সুখী দাম্পত্যেরই নিদর্শন তৈরি করেছেন জিতেন্দ্র শোভা। তবে তাঁদের দুই সন্তান তুষার এবং একতা কিন্তু বিয়ে থেকে দূরেই থেকেছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by EktaaRkapoor (@ektarkapoor)

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর