সব চেষ্টা ব্যর্থ! কালীঘাটের কাকুর জন্য বড় দুঃসংবাদ, নিয়োগ দুর্নীতি মামলায় ঘুরল মোড়?

বাংলা হান্ট ডেস্কঃ ইডির মামলায় জামিন পেলেও জেলমুক্তি হল না কালীঘাটের কাকুর (Kalighater Kaku)। আশঙ্কাকে সত্যি করে জেল থেকেই কালীঘাটের কাকুকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। সোমবার আদালতে ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন কাকু। তারপরেই আদালতে তাকে গ্রেপ্তারের নথি পেশ করে সিবিআই।

CBI-এর হাতে গ্রেপ্তার কালীঘাটের কাকু (Kalighater Kaku)

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে এদিন সুজয়কৃষ্ণ ভদ্রকে (Sujaykrishna Bhadra) হেফাজতে চেয়ে আবেদন জানানো হয় আদালতে। যদিও ইডির মামলায় জামিনের সূত্র ধরেই হেফাজতের বিরোধিতা করেন সুজয়কৃষ্ণের আইনজীবী। যদিও তার সেই যুক্তি ধোপে টেকেনি। গত মঙ্গলবার সিবিআই-এর আইনজীবী আদালতে বলেছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র (Kalighater Kaku) আগে থেকেই অ্যারেস্টেড তাকে গ্রেফতার করার জন্য আমাদের অনুমতির দরকার নেই।

তখনই জল্পনা তৈরি হয়েছিল ইডির মামলার কালীঘাটের কাকু (Kalighater Kaku) জামিন পেলেও সিবিআই আবার তাকে গ্রেফতার করতে পারে। ইতিপূর্বে পাঁচবার আদালতে হাজিরা এড়িয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র। অসুস্থতার কারণ দেখি বারবার হাজিরা এড়িয়ে ছিলেন তিনি। এরপর মঙ্গলবার সুজয়কৃষ্ণকে আরও একবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

সোমবার আদালতে ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন তিনি। তখন তাকে গ্রেপ্তারের নথি আদালতে পেশ করে সিবিআই। প্রসঙ্গত নিয়োগ দুর্নীতির মামলায় গত বছরের ৩০ মে সুজয়কৃষ্ণভদ্রকে গ্রেফতার করেছিল ইডি। এরপর থেকেই বারবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। দীর্ঘদিন ভর্তি ছিলেন এসএসকেএম হাসপাতালের উডবান ওয়ার্ডে।

আরও পড়ুন: বছর পার! জানুয়ারিতে হবে না DA মামলার শুনানি? অবশেষে জানা গেল!

পরবর্তীতে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চেয়েছিলেন তদন্তকারীরা, হাইকোর্টের তরফে অনুমতি মিললেও হাসপাতালের তরফে জানানো হয়েছিল কালীঘাটের কাকুর শারীরিক অবস্থা ভালো নয়। তাই এই ধরনের পরীক্ষা করানো যাবে না। পরবর্তীতে জোকা ই এস আই হাসপাতালে কাকুর ভয়েস স্যাম্পেল টেস্ট হয়।

Kalighater Kaku

সেখানে তার ডিজিটাল রেকর্ড করা গলার স্বর আর ফোনের কথোপকথনের অডিও মিলিয়ে দেখা হয়। প্রসঙ্গত চলতি মাসের শুরুতেই ৬ ডিসেম্বর নিয়োগ দুর্নীতি কান্ডে ইডির মামলা থেকে জামিন পেয়েছেন কালীঘাটের কাকু। তারপরেও তার জেল মুক্তি হয়নি। সিবিআই-এর তরফে সেই সময় থেকেই তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয়েছিল।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর