বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষা থেকে স্বাস্থ্য জল থেকে রাস্তা, রাজ্যজুড়ে শুধুই দুর্নীতির অভিযোগ। এমনিতেই বিগত কয়েকদিন ধরেই নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় সরগরম গোটা বাংলা। এই দুর্নীতির জাঁতাকলেই বছরের পর বছর ধরে বন্ধ রয়েছে রাজ্যের শিক্ষক নিয়োগ সংক্রান্ত পরীক্ষা। যার ফলে শিক্ষকের অভাবে ক্রমশ ভেঙে পড়ছে রাজ্যের শিক্ষা পরিকাঠামো। এবার এই নিয়োগ দুর্নীতির ছায়া আদালত চত্বরেও।
কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নিয়োগেও দুর্নীতির অভিযোগ
দুর্নীতির অভিযোগ থেকে বাদ গেল না কলকাতা হাইকোর্ট-ও (Calcutta High Court)। এবার কলকাতা হাইকোর্টের অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার নিয়োগ সংক্রান্ত পরীক্ষাতেও উঠল স্বজন-পোষণের অভিযোগ। মঙ্গলবার এই অভিযোগ নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক কোর্ট অফিসার।
আদালত সূত্রে খবর, ঘটনাচক্রে তিনি প্রধান বিচারপতির কোর্টেই (Calcutta High Court) অফিসার হিসাবে নিযুক্ত। জানা যাচ্ছে, নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তুলে পরীক্ষা স্থগিত রাখার দাবি জানিয়ে প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন তিনি। আসলে বুধবারেই ৬টি শূন্যপদে অ্যাসিট্যান্ট রেজিস্ট্রার নিয়োগ সংক্রান্ত পরীক্ষা হওয়ার কথা।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত! নির্মলার চ্যালেঞ্জ তোলপাড়
এই পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমকে (T. S. Sivagnanam) চিঠি দিয়েছেন তিনি। ওই কোর্ট অফিসারের অভিযোগ হাইকোর্টের অ্যাপিলেট সাইডে অ্যাসিট্যান্ট রেজিস্ট্রারের শূন্যপদে নিয়োগের জন্য ইতিমধ্যেই চার বার পরীক্ষা হয়েছে। কিন্তু সেখানেও ধরা পড়েছে ব্যাপক দুর্নীতির ছবি।
এদিন প্রধান বিচারপতিকে লেখা ওই অভিযোগপত্রে গোটা বিষয়টিকে ‘প্রহসন ও প্রতারণা’ বলেই বর্ণনা করেছেন ওই অফিসার। সেখানে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন এই অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার নিয়োগ করা হচ্ছে ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে। এক্ষেত্রে মেধা কোন গুরুত্ব পাচ্ছে না। এইভাবে ইতিমধ্যেই ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে ১০ জনকে নিয়োগ করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। তাই এবছরের মতো এই পরীক্ষার স্থগিত রাখার আবেদন জানিয়েছেন ওই কোর্ট অফিসার।