বাংলা হান্ট ডেস্ক: ভারতের তারকা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) গত বুধবার হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। যার ফলে বিশ্বজুড়ে ক্রিকেট অনুরাগীরা রীতিমতো চমকে গিয়েছেন। এদিকে, অশ্বিনের এই সিদ্ধান্তের পর সবার মনেই প্রশ্ন উঠেছে কেন হঠাৎ তিনি এত বড় সিদ্ধান্ত নিলেন? তবে, এবার ছেলের অবসর ঘোষণার বিষয়ে বড় বিবৃতি দিলেন অশ্বিনের বাবা। শুধু তাই নয়, তিনি এক চাঞ্চল্যকর দাবিও করেছেন। যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
কি জানিয়েছেন অশ্বিনের (Ravichandran Ashwin) বাবা?
এই প্রসঙ্গে জানিয়ে রাখি, অশ্বিনের বাবা রবিচন্দ্রন (Ravichandran Ashwin) তাঁর বিবৃতিতে স্পষ্ট জানিয়েছেন যে তাঁর ছেলেকে দলে ক্রমাগত অপমান করা হচ্ছিল। আর সম্ভবত সেই কারণেই অস্ট্রেলিয়া সফরের মাঝখানেই অশ্বিন অবসরের ঘোষণা করেছেন। এমনকি, ছেলের এই সিদ্ধান্তের ফলে তিনি অবাক হয়েছেন বলেও জানিয়েছেন রবিচন্দ্রন।
Ravi Ashwin father “There could be many reasons.Only Ashwin knows, maybe humiliation.we were expecting it because humiliation was going on. How long he can tolerate all those things? Probably, he would have decided on his own.”pic.twitter.com/SND6vaDdaZ
— Sujeet Suman (@sujeetsuman1991) December 19, 2024
অশ্বিনের (Ravichandran Ashwin) বাবা রবিচন্দ্রন সিএনএন নিউজ 18-কে জানিয়েছেন, “আমিও শেষ মুহূর্তে তার অবসরের কথা জানতে পেরেছি। জানি না তার মনে কি চলছিল। সে হঠাৎ করেই এটা ঘোষণা করেছে। আমিও খুশির সাথে সেটা স্বীকার করেছি। কিন্তু সে যেভাবে অবসরের ঘোষণা করেছে, তাতে একদিকে আমি খুব খুশি। অন্যদিকে আমি খুশি নই। কারণ তার খেলা চালিয়ে যাওয়া উচিত ছিল।”
আরও পড়ুন: সাগরে ফের বাড়ল নৌবাহিনীর শক্তি! পথ দেখাতে প্রস্তুত INS নির্দেশক, চমকে দেবে বিশেষত্ব
“কতদিন সে এসব সহ্য করবে?”: তিনি আরও জানান যে, “অশ্বিনের (Ravichandran Ashwin) অবসর নেওয়ার সিদ্ধান্ত ছিল এবং আমি এতে হস্তক্ষেপ করব না। তবে সে যেভাবে অবসর নিয়েছে তার অনেক কারণ থাকতে পারে। এটা একমাত্র অশ্বিনই জানে। অপমানই এর কারণ হতে পারে। তার অবসর আমাদের জন্য একটি আবেগাপ্লুত মুহূর্ত। কারণ অশ্বিন ১৪ থেকে ১৫ বছর খেলেছে এবং তার আকস্মিক অবসর আমাদের অবাক করেছে। আমি মনে করি, দলে তাকে প্রতিনিয়ত অপমান করা হয়েছে। আর কতদিন সে এসব সহ্য করবে? তাই অবসরের সিদ্ধান্ত নিয়েছে অশ্বিন।”
আরও পড়ুন: চতুর্থ টেস্টের আগেই ভারতের ঘুম ওড়ালেন কামিন্স! সামনে আনলেন “মেগা প্ল্যান”, মাথায় হাত রোহিতদের
অশ্বিনের অবসর নিয়ে কি জানিয়েছেন রোহিত: এদিকে, অশ্বিনের (Ravichandran Ashwin) অবসরের বিষয়ে, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন যে, অশ্বিন কয়েকদিন আগে থেকেই অবসর নেওয়ার কথা ভাবছিলেন এবং তিনিই তাঁকে রাজি করিয়েছিলেন অন্তত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড ওভালে দিবারাত্রির টেস্ট পর্যন্ত অবসরের পরিকল্পনা স্থগিত করতে। যদিও, অশ্বিনের পরিবার তাঁর অবসরের এই সিদ্ধান্তে অবাক হয়েছে। পাশাপাশি অপমানের জন্যই অশ্বিন এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন তাঁর পরিবারের সদস্যরা।