বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর চিকিৎসক ধর্ষণ খুনের মামলার (RG Kar Case) তদন্ত করছে সিবিআই। তবে কেন্দ্রীয় এজেন্সির তদন্তে আস্থা নেই নির্যাতিতার মা-বাবার। ইতিমধ্যেই নতুন করে তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করেছেন তাঁরা। এবার তাতেই বড় নির্দেশ দিল উচ্চ আদালত।
কী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)?
গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের মৃতদেহ। ধর্ষণ খুনের এই ঘটনার প্রতিবাদে মুখর হয়ে ওঠে গোটা দেশ। ইতিমধ্যেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট। স্বতঃপ্রণোদিতভাবে এই মামলা গ্রহণ করেছে শীর্ষ আদালত। এবার এই ঘটনাতেই সিবিআই (CBI) তদন্তে আস্থা রাখতে পারছে না নির্যাতিতার পরিবার।
জানা যাচ্ছে, গত সোমবার উচ্চ আদালতের (Calcutta High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে গিয়ে তিলোত্তমার বাবা-মা মামলা করেন। ইতিমধ্যেই মিলেছে মামলা দায়ের করার অনুমতি। এবার সেই প্রেক্ষিতেই সিবিআইকে বড় নির্দেশ দিলেন জাস্টিস ঘোষ। তদন্ত প্রক্রিয়া কীভাবে এগোচ্ছে সেই নিয়ে তদন্তকারী সংস্থার কাছে রিপোর্ট তলব করলেন তিনি।
আরও পড়ুনঃ না জেনেই ওয়াকফ বিলের প্রতিবাদ সভায় হাজির? বাংলা হান্টের প্রশ্নে সাধু-সন্তরা যা বললেন… শোরগোল
হাইকোর্ট জানিয়েছে, আগামী ২৪ ডিসেম্বর ধর্ষণ খুনের এই মামলার তদন্তের যাবতীয় নথি আদালতে পেশ করতে হবে। একইসঙ্গে বিচারপতি ঘোষ (Justice Tirthankar Ghosh) জানিয়েছেন, বিচারপ্রক্রিয়া কোনও ভাবে বন্ধ করা যাবে না। অর্থাৎ সেটা চলবেই।
এদিন জাস্টিস ঘোষের এজলাসে তিলোত্তমার মা-বাবা অভিযোগ করেন, তাঁদের সন্তানের নৃশংস হত্যাকাণ্ডের এই ঘটনার তদন্তের নানান দিক রয়েছে। তবে তদন্তকারীরা সবদিকে নজর দিচ্ছেন না। সেই জন্য নতুন করে তদন্তের দাবিতে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা।
এই বিষয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্ট (Supreme Court) আরজি কর কাণ্ডের তদন্তে নজরদারি করছে। তবে নির্যাতিতার পরিবারের যদি সেই তদন্ত নিয়ে কোনও রকম আপত্তি থাকে, তাহলে উচ্চ আদালতের নজরদারিতে কোনও বাধা নেই। এরপরেই আগামী ২৪ ডিসেম্বর সিবিআইকে তদন্তের যাবতীয় নথি আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি ঘোষ। পাশাপাশি ১৫ দিন পর তদন্তের অগ্রগতির রিপোর্ট নেওয়া যায় কিনা সেই বিষয়েও ওইদিনের শুনানিতে আদালত সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়।
এদিকে সিবিআইয়ের তরফ থেকে হাইকোর্টে (Calcutta High Court) জানানো হয়, ইতিমধ্যেই তদন্তের অগ্রগতির বিষয়ে আদালতে ৮টি স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে। এবার আগামী ২৪ ডিসেম্বর তদন্তের যাবতীয় নথি হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হল।