বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে চরম আর্থিক সঙ্কটের মধ্যে রয়েছে ভারতের পড়শি দেশ পাকিস্তান। অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনতে রীতিমতো হিমশিম খাচ্ছে ওই দেশের সরকার। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, পাকিস্তান সরকার গত বুধবার সংসদে একটি বিল উত্থাপন করেছে। যেখানে ইনকাম ট্যাক্স (Income Tax) রিটার্ন দাখিল না করা ব্যক্তিদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এবং ৮০০ cc-র বেশি গাড়ি কেনার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ITR (Income Tax) ফাইল না করলেই বড় বিপদ:
মূলত, পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব ট্যাক্স (Income Tax) চুরি করা “ফাঁকিবাজদের” বিরুদ্ধে সরকারের কড়া পদক্ষেপের অংশ হিসেবে কর আইন (সংশোধনী) বিল, ২০২৪ প্রবর্তন করেছেন। এই সংশোধনীতে নন-ফাইলারদের নির্দিষ্ট সীমার বেশি শেয়ার কেনা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব করা হয়েছে। এর পাশাপাশি তাঁরা একটি নির্দিষ্ট সীমার বাইরে ব্যাঙ্কের মাধ্যমে লেনদেন করতে পারবেন না বলেও জানা গিয়েছে। বিলে বলা হয়েছে যে ফেডারেল বোর্ড অফ রেভিনিউ (FBR)-এর সাথে রেজিস্টার্ড নয় এমন ব্যবসায়ীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে এবং তাঁদের প্রোপার্টি ট্রান্সফার নিষিদ্ধ করা হবে।
কি বলা হয়েছে নতুন বিলে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, FBR বিক্রয় কর রিটার্ন দাখিল করার জন্য টপ কালেকশন বডির সাথে রেজিস্টার্ড না হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিকে ফ্রিজ করতে এবং প্রোপার্টি ট্রান্সফার নিষিদ্ধ করতে সক্ষম হবে। তবে, রেজিস্ট্রেশনের দুই দিন পর ফের তাঁদের অ্যাকাউন্ট খোলা হবে।
আরও পড়ুন: “দলে অপমান করা হয়েছে”, উপায় না পেয়েই অবসর নিয়েছেন অশ্বিন? বিস্ফোরক প্রতিক্রিয়া তাঁর বাবার
বিলে বলা হয়েছে, ফেডারেল সরকারের অনুমোদনের পর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, এই বিলটি এমন সময়ে এসেছে যখন সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা IMF থেকে ৭ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ প্যাকেজ পেতে চলতি বছরের সেপ্টেম্বরে স্বাক্ষরিত চুক্তি অনুসারে রেভিনিউ কালেকশন বাড়াতে হিমশিম খাচ্ছে।
আরও পড়ুন: সাগরে ফের বাড়ল নৌবাহিনীর শক্তি! পথ দেখাতে প্রস্তুত INS নির্দেশক, চমকে দেবে বিশেষত্ব
জানিয়ে রাখি যে, পাকিস্তান ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য ১২.৯১৩ ট্রিলিয়ন টাকার লক্ষ্য নির্ধারণ করেছে। যা গত অর্থবর্ষে সংগৃহীত করের চেয়ে ৪০ শতাংশ বেশি। বছরের প্রথম ত্রৈমাসিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) FBR ৯৬ বিলিয়ন টাকা কমেছে। কারণ এটি ২,৬৫২ বিলিয়ন টাকার বিপরীতে ২,৫৫৬ বিলিয়ন টাকা সংগৃহীত হয়েছে।