বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে সবকিছুই যখন ডিজিটাল হয়ে গিয়েছে বিনোদনটাই বা বাদ যায় কেন। এখনো হল হাউজফুল হয় ঠিকই, তবে ছবিগুলির ওটিটি রিলিজের দিকেও নজর থাকে দর্শকদের। উপরন্তু বর্তমানে ওয়েব সিরিজ (Web Series) সমানে সমানে টক্কর দিচ্ছে বড়পর্দার ছবিকে। তরুণ প্রজন্মের নায়ক নায়িকা থেকে প্রবীণ তারকারাও পা রাখছেন ডিজিটালে।
আগামী বছর মুক্তি পাচ্ছে এতগুলি ওয়েব সিরিজ (Web Series)
নতুন বছর আসার দিন কয়েক মোটে দেরি। ২০২৫ এও বেশ কিছু ওয়েব সিরিজের (Web Series) জন্য দিন গোনা শুরু করে দিন এখন থেকেই। কয়েকটি পুরনো সিরিজের নতুন সিজন যেমন আসছে, তেমনি মুক্তি পাবে কিছু নতুন হাতে গরম ওয়েব সিরিজ (Web Series) এবং ছবিও। কী কী থাকছে তালিকায়, চোখ বুলিয়ে নিন চট করে।
জুয়েল থিফ- নাম থেকেই টের পাওয়া যাচ্ছে, এটি একটি থ্রিলার ছবি। মুখ্য ভূমিকায় সইফ আলি খান, নিকিতা দত্ত এবং জয়দীপ আহলাওয়াত থাকছেন। এটি মুক্তি পাবে নেটফ্লিক্সে।
ডাব্বা কার্টেল- থ্রিলার প্রেমীদের জন্য ২০২৫ একগুচ্ছ সিরিজ (Web Series), ছবি নিয়ে আসছে, যার মধ্যে এটি অন্যতম। শাবানা আজমি, শালিনী পাণ্ডে, যিশু সেনগুপ্ত, গজরাজ রাও অভিনীত সিরিজটি মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।
দ্য ট্রায়ালস সিজন ২– দুর্নীতি এবং স্ক্যান্ডালের উপরে ভিত্তি করে তৈরি ফ্যামিলি ড্রামাটির প্রথম সিজনে দেখা গিয়েছিল কাজল এবং কুবার সইতকে। দ্বিতীয় সিজনটি মুক্তি পাবে ডিজনি প্লাস হটস্টারে।
স্টারডম (নাম চূড়ান্ত নয়)- ২০২৫ এর বহু প্রতীক্ষিত সিরিজ (Web Series)। আরিয়ান খানের পরিচালনায় এই সিরিজে দেখা যাবে শাহরুখ খান, সলমন খান, রণবীর কাপুর, ববি দেওল এবং বাদশাকে। বলিউডের খ্যাতি এবং বিতর্কের উপরে ভিত্তি করে তৈরি সিরিজটি মুক্তি পাবে নেটফ্লিক্সে।
ডেয়ারিং পার্টনারস- মুখ্য চরিত্রে থাকছেন তামান্না ভাটিয়া এবং ডায়ানা পেন্টি। এই রোম্যান্টিক কমেডিটি প্রযোজনা করছে ধর্মা প্রোডাকশন। মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।
প্রীতম পেড্রো- রাজকুমার হিরানি পরিচালিত ক্রাইম থ্রিলারটি মুক্তি পাবে ডিজনি প্লাস হটস্টারে। মুখ্য চরিত্রে থাকছেন বিক্রান্ত ম্যাসে, আরশাদ ওয়ারসি।
আরো পড়ুন : ছেলে আরিয়ান বা বউ গৌরি নয়, এই বিশেষ মানুষটির ছবি ফোনের ওয়ালপেপারে রাখেন শাহরুখ!
রক্ত ব্রহ্মাণ্ড- অ্যাকশন থ্রিলারের মুখ্য চরিত্রে থাকছেন সামান্থা রুথ প্রভু, আদিত্য রয় কাপুর, আলি ফজল এবং ওয়াকিমা গাব্বি। নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে সিরিজটি।
আরো পড়ুন : শ্রীদেবীর সঙ্গে পরকীয়া বনির, বাবা মায়ের বিচ্ছেদে নষ্ট হয়েছিল শৈশব, বিষ্ফোরক অর্জুন
ছোড়ি ২- নুসরত ভারুচা এবং সোহা আলি খান অভিনীত এই ভৌতিক ছবিটি ব্যাপক প্রশংসিত হয়েছিল অ্যামাজন প্রাইম ভিডিওতে আসছে এর দ্বিতীয় পার্ট।
দ্য ফ্যামিলি ম্যান সিজন ৩- বহুল জনপ্রিয় ওয়েব সিরিজটির তৃতীয় সিজন আসছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। মুখ্য চরিত্রে থাকছেন মনোজ বাজপেয়ী এবং জয়দীপ আহলাওয়াত।