বাংলা হান্ট ডেস্কঃ রেশন নিয়ে প্রায়ই নানান রকম দুর্নীতির অভিযোগ সামনে আসে। কখনও ভুয়ো রেশন কার্ড (Ration Card), কখনও আবার ওজনে কারচুপির অভিযোগে শোরগোল পড়ে যায়। এই আবহে এবার কড়া পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। এবার থেকে রেশন পেতে হলে মোবাইল ফোন থাকতেই হবে! ইতিমধ্যেই নয়া বিজ্ঞপ্তি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
রেশন নিয়ে কড়াকড়ি সরকারের (Government of West Bengal)!
রেশনের ওপর নির্ভরশীল এদেশের বহু পরিবার। সেখানে যাতে কোনও রকম দুর্নীতি না হয়, সেটা রুখতে বদ্ধপরিকর রাজ্য সরকার। সেই কারণে এবার নেওয়া হয়েছে নয়া পদক্ষেপ। এবার থেকে যদি খাদ্য দফতরের পোর্টালে মোবাইল নম্বর নথিভুক্ত না করা থাকে, তাহলে আর রেশন (Ration) সামগ্রী পাবেন না গ্রাহকরা। ইতিমধ্যেই খাদ্য দফতরের তরফ থেকে রেশন ডিলারদের এই নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে বলে খবর।
রিপোর্ট বলছে, এই মুহূর্তে রাজ্যে প্রায় ২ কোটি ৯০ লক্ষ পরিবারের রেশন কার্ড রয়েছে। এর মধ্যে ১ কোটি ৩২ লক্ষ পরিবার ইতিমধ্যেই মোবাইল নম্বর লিঙ্ক করিয়ে ফেলেছেন। এখনও বাকি রয়েছে অর্ধেকের বেশি পরিবারের। সেই কাজ যাতে দ্রুত সেরে ফেলা হয়, সেটা সুনিশ্চিত করতেই উদ্যোগী সরকার (Government of West Bengal)। কয়েকদিন আগেই খাদ্য দফতরের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রত্যেকটি পরিবারের যে কোনও একজন সদস্যের মোবাইল নম্বর বাধ্যতামূলকভাবে পোর্টালে নথিভুক্ত করাতে হবে।
আরও পড়ুনঃ ঝেঁপে বৃষ্টি নাকি জাঁকিয়ে শীত? বড়দিনে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? রইল হাতেগরম আপডেট
জানা যাচ্ছে, কোনও গ্রাহক যখন রেশন দোকানে রেশন সামগ্রী তুলতে যাবেন, সেই সময় তাঁর থেকে মোবাইল নম্বর নিয়ে সেটি ই-পস মেশিনে নথিভুক্ত করে নেবেন ডিলাররা। এক্ষেত্রে কোনও গ্রাহকের মোবাইল ফোন নম্বর যদি অন্য কোনও পরিবারে একবার নথিভুক্ত করা হয়ে যায়, তাহলে সেটা আর দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না। একইসঙ্গে জানানো হয়েছে, রেশন ডিলাররা নিজেদের মোবাইল নম্বর কিংবা পরিবারের অন্য কোনও সদস্যের নম্বর গ্রাহকদের দিতে পারবেন না।
রাজ্য খাদ্য দফতরের (West Bengal Food Department) এই নির্দেশিকায় ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। চাপে পড়েছেন বহু রেশন ডিলার। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, ‘খাদ্য দফতরের এক শ্রেণির অফিসার এমন বেশ কিছু নিয়ম চালু করতে চাইছেন, যেগুলি অবাস্তব। এর ফলে সাধারণ মানুষ বিপাকে পড়ছেন। ডিলারদের ভোগান্তি হচ্ছে। রেশন পেতে হলে মোবাইল থাকতে হবে, এমনটা আইনে কোথাও বলা নেই। বরং সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে, রেশনের সুবিধা থেকে কাউকে বঞ্চিত করা যাবে না’।
এদিকে খাদ্য দফতরের আধিকারিকদের দাবি, এই ব্যবস্থা চালু হলে জালিয়াতি আটকানো সম্ভব হবে। এর ফলে একজন যেমন অন্যজনের রেশন তুলতে পারবেন না। তেমনই অন্য কেউ রেশন তুললে গ্রাহকের ফোনে সেই মেসেজ চলে যাবে।
সরকারের (Government of West Bengal) এই নয়া নির্দেশিকা প্রসঙ্গে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, ‘এখন প্রত্যেকের হাতে মোবাইল। ফোন নম্বর যদি লিঙ্ক করা থাকে, তাহলে একজন গ্রাহক অন্যের রেশন তুলতে পারবেন না। রেশন সামগ্রী তোলা মাত্রই মোবাইল ফোনে মেসেজ চলে যাবে। সেই সঙ্গেই তিনি কতখানি সামগ্রী পাচ্ছেন সেটাও জেনে যাবেন। ফলে ডিলাররা ঠকাতে পারবেন না’।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার