‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার 

বাংলা হান্ট ডেস্কঃ শাসক বিরোধী সব রাজনৈতিক দলের পাখির চোখ এখন আসন্ন বিধানসভা নির্বাচন। ২৬-এর নির্বাচনে বাংলা দখলের লক্ষ্যে অবিচল শাসক-বিরোধী সব দল। তাই আসন্ন নির্বাচনকে সামনে রেখেই এখন থেকেই নীল নকশা তৈরিতে ব্যস্ত সবাই। ইতিমধ্যেই নির্বাচনের আগে দল ভারী করতে সদস্য সংগ্রহ অভিযানে নেমেছে গেরুয়া শিবির (BJP)।

শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য দিলীপ ঘোষের (Dilip Ghosh)

বাংলায় নতুন করে ঘাঁটি গাড়তে তৃণমূল কিংবা সিপিএম থেকেও দলে দলে অনেকেই যোগ দিচ্ছেন বিজেপিতে। এই আবহে দলের সংগঠন, থেকে শুরু করে নতুন নেতাদের নিয়ে কথা বলার মাঝেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিজেপির প্রবীণ নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সম্প্রতি টিভি নাইন বাংলায় দেওয়া এক সাক্ষাৎকারে হঠাৎ তিনি বললেন ‘বিজেপির মেদ বেড়ে গিয়েছ।’

তবে আচমকা কেন একথা বললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)? জবাবে কোনো রাখঢাক না রেখেই তিনি জানিয়েছেন, শরীরে অত্যাধিক মেদ হলে সমস্যা হয়। বিজেপিরও তাই হয়েছে। তবে এখন বিজেপির মেদ ঝরছে বলেই মনে করছেন তিনি। কিন্তু এখানে মেদ বলতে ঠিক কি বুঝিয়েছেন তিনি? তবে কি তাঁর নিশানায় বাইরে থেকে আসা রাজনৈতিক দলের নেতারা?

জবাবে সরাসরি কিছু না জানলেও অভিজ্ঞ এই বিজেপি নেতা এদিন বললেন, ‘রাজনৈতিক বাধ্যবাধকতা থাকে।’ তবে তিনি মনে করেন দলকেও তাদের রক্ষণশীলতা ভেঙে খানিক সমঝোতায় আসতে। আর তার জন্য দলের মধ্যেও সেই সিস্টেমটা ডেভলপ করা দরকার। তাঁর কথায়, ‘হয়তো আদর্শের সঙ্গে যুক্ত করতে হবে।’ তবে সেইসাথে তিনি জানিয়েছেন, বাইরে থেকে আসা নেতাদের উপযোগিতাও, কাজে লাগাতে হবে। তার জন্য হয় তাঁদেরকে যোগ্য জায়গা দিতে হবে। আর তা না হলে তাঁদের পুরোপুরি বাদ দিতে হবে। আর এপ্রসঙ্গেই এদিন দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, ‘আর তা না হলে মেদ বাড়বে।’

আরও পড়ুন: নিয়োগ মামলায় নতুন মোড়! পার্থর জামাই কল্যাণময়ের জামিন নিয়ে বিরাট নির্দেশ

এরপরেই বঙ্গ বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আর তাঁর নেতৃত্ব প্রসঙ্গেও গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন দিলীপ ঘোষ। শুভেন্দু অধিকারী মেন স্ট্রিমিংয়ের সঙ্গে যুক্ত হতে পেরেছেন কিনা জানতে চাওয়া হলে উত্তরটা সময়ের ওপরেই ছেড়ে দেন তিনি। তাই বোঝাই গেল এখনই শুভেন্দু অধিকারীকে ফুল মার্কস দিতে নারাজ বিজেপির এই প্রবীণ নেতা।

Dilip Ghosh

শুভেন্দু প্রসঙ্গে এদিন তিনি বলেছেন, ‘তাঁকে আমরা যোগ্য সম্মান দিয়েছি। যোগ্য পদে বসিয়েছি। আশা রাখব পার্টির কাজে যোগ্যতা কাজে লাগাবেন।’ এরপরেই আরও এক বিস্ফোরক মন্তব্য করে দিলীপ ঘোষ বলেন, ‘দলে ওঁঁর থেকে বড় বড় লোক যোগ দিয়েছেন। অনেক বেশি লোক এসেছন সিপিএম থেকেও। তবে সিপিএমের লোকরা অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ। তাঁদের নিয়ে কোনও সমস্যা নেই। যাঁরা এসেছেন, তাঁরা বিজেপির কালচারটা বুঝতে পারছেন না, বুঝতে পারছেন না অর্গানাইজেশন কী চায়? তাঁরা যত তাড়াতাড়ি শিখবেন, তাতে তাঁদেরই ভাল হবে।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর