বাংলাহান্ট ডেস্ক : অসম পুলিশের অভিযানে ধৃত আনসারুল্লা বাংলা টিমের জঙ্গিদের জেরা করে উঠে এসেছে মারাত্মক তথ্য। জানা গিয়েছে, মুম্বই হামলার ধাঁচেই ভারতে (India) ফের বড়সড় হামলার ছক কষেছিল ওই জঙ্গি সংগঠন। তার জন্য প্রশিক্ষণ নিতে জঙ্গিদের পাক অধিকৃত কাশ্মীরে পাঠানোর পরিকল্পনা ছিল তাদের। পাশাপাশি ২৫ টি একে ৪৭ এর মতো অস্ত্র জোগাড় করার বরাতও দেওয়া হয়েছিল বলে খবর।
ভারতে (India) মুম্বই হামলার ছকে নাশকতার প্ল্যান বাংলাদেশের এবিটির
অসম পুলিশ এবং অসম পুলিশের এসটিএফের যৌথ অভিযানে সম্প্রতি কেরল, পশ্চিমবঙ্গ এবং অসম থেকে গ্রেফতার করা হয় সাত জন জঙ্গিকে। এদের মধ্যে রয়েছে হরিহরপাড়ার আব্বাস আলি এবং রুকুনপুরের মিনারুল শেখ। অন্যদিকে কেরল থেকে গ্রেফতার হয় বাংলাদেশি জঙ্গি আনসারুল্লা বাংলা টিমের নেতা শাদ রাদি। পুলিশি জেরায় প্রাপ্ত তথ্য বলছে, লস্কর ই তইবা যেমন পাকিস্তান থেকে জঙ্গিদের মুম্বই পাঠিয়ে এ কে ৪৭ নিয়ে হামলা চালিয়েছিল, তেমনি ভারতে (India) আরো এক হামলার পরিকল্পনা ছিল আল কায়েদার সহযোগী সংগঠন এবিটির।
পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণের পরিকল্পনা: আরো জানা গিয়েছে, অস্ত্র এবং বিষ্ফোরক তৈরি করতে যে যুবকদের বেছে নেওয়া হয়েছে তাদের প্রশিক্ষণ দিতে পাক অধিকৃত কাশ্মীরে পাঠানোর প্ল্যান ছিল এবিটির। এই পরিকল্পনায় পাক চর সংস্থা আইএসআই এর মদত রয়েছে বলেও খবর। হামলার পরিকল্পনা সাজাতে পাক ‘হ্যান্ডলার’এর সঙ্গে ভিডিও কলে বৈঠকও করে শাদ রাদি। পাশাপাশি এবিটির মাথা জসিমউদ্দিনের সঙ্গেও কথা হয় তার।
আরো পড়ুন: আতঙ্কের নাম ‘পুষ্পা’! আল্লুর বাড়িতে ভাঙচুর, বিক্ষোভ জনতার, ফিকে সাফল্য
অস্ত্র পাচারকারীকে বরাত: পাক হ্যান্ডলার এর সঙ্গে শাদের কথোপকথনের তথ্য এসে পৌঁছেছে গোয়েন্দাদের হাতে। সেখানে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের থেকে বাংলাদেশ হয়ে প্রচুর টাকা আসবে। এর মধ্যেই নাকি বেশ কয়েক লক্ষ টাকা এসেও গিয়েছে বলে খবর। এই হামলার জন্য অসমেরই (India) এক কুখ্যাত অস্ত্র পাচারকারীকে বরাত দেওয়া হয়েছিল বলে খবর।
আরো পড়ুন: মাত্র ১৭ বছর বয়স ছিল সোমির, যা করেছিলেন সলমন… ব্যথায় বিছানা থেকে উঠতে পারতেন না প্রাক্তন প্রেমিক
পুলিশ সূত্রে খবর, একে ৪৭ কেনার জন্য ওই অস্ত্র পাচারকারীকে প্রায় ২৫ লক্ষ টাকার বরাত দেয় শাদ রাদি। গোয়েন্দারা মনে করছেন, চিন থেকে মায়ানমার এবং বাংলাদেশ হয়ে অস্ত্র পৌঁছাত আনসারুল্লা জঙ্গিদের হাতে। পাশাপাশি ধৃত আব্বাস আলি এবং মিনারুল শেখও উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা থেকে টাকা জোগাড় করত বলে খবর।