বাংলা হান্ট ডেস্কঃ বাংলার রাজ্য সরকারি কর্মী (Government Employees) এবং রাজ্য সরকারের (Government of West Bengal) মধ্যে ডিএ নিয়ে টানাপড়েন অব্যাহত। ইতিমধ্যেই সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। বর্ষশেষের আবহেও মহার্ঘ ভাতা বৃদ্ধির কোনও সুখবর দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই আবহে এবার গুরুত্বপূর্ণ মেমো জারি করল অর্থ দফতর।
বছর শেষে রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) জন্য বড় খবর!
নতুন বছরের শুরুতে বাংলার রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হবে কিনা তা নিয়ে বিস্তর জল্পনা কল্পনা চলছে। এর মাঝেই এবার অর্থ দফতরের তরফ থেকে জারি করা হল একটি মেমো। সেখানে রাজ্য সরকারি কর্মীদের অনলাইন ‘সেলফ অ্যাপ্রেসাল রিপোর্ট’ পর্যালোচনা ও রিপোর্ট জমা দেওয়ার প্রেক্ষিতে সময়সীমা বৃদ্ধির বিষয়ে জানানো হয়েছে।
রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) পদোন্নতি তথা প্রোমোশনের ক্ষেত্রে ‘সেলফ অ্যাপ্রেসাল রিপোর্ট’ বেশ গুরুত্বপূর্ণ। এবার সেই রিপোর্ট মূল্যায়নের সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ দফতরের তরফ থেকে জারি করা মেমোয় বলা হয়েছে, সরকারের নানান দফতর থেকে একাধিকবার আবেদন করা হয়েছিল যাতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেমে অনলাইনে ২০১৮-১৯ থেকে ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য যে সকল সেলফ অ্যাপ্রেসাল রিপোর্ট জমা পড়েছে, সেটার পর্যালোচনা ও রিপোর্টিং অফিসারের দ্বারা জমা দেওয়ার জন্য সময়সীমা বাড়ানো হোক। সেই কারণে এবার সেই সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ বছর শেষে পারদপতন! একধাক্কায় কত ডিগ্রিতে নামবে তাপমাত্রা? এক নজরে আবহাওয়ার খবর
রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্য সরকারি কর্মীদের সেলফ অ্যাপ্রেসাল রিপোর্ট (Self Appraisal Report) মূল্যায়নের ক্ষেত্রে ‘অফিসার রিপোর্টেড আপন’কে আগামী ১ জানুয়ারির মধ্যে নিজের রিপোর্ট জমা করতে হবে। রিপোর্টিং অফিসারকে আগামী ১৭ জানুয়ারি অবধি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এছাড়া রিভিউয়িং অফিসার এবং অ্যাক্সেপেক্টিং অফিসারের ক্ষেত্রে এই কাজের সময়সীমা বাড়িয়ে যথাক্রমে ২৭ জানুয়ারি এবং ৩১ জানুয়ারি অবধি করা হয়েছে।
বছর শেষের প্রাক্কালে সরকারের তরফ থেকে রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) সেলফ অ্যাপ্রেসাল রিপোর্ট মূল্যায়নের সময়সীমা বৃদ্ধির ঘোষণা করা হলেও, ডিএ নিয়ে এখনও অবধি কোনও সুখবর দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীন ১৪% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। গত বছর বড়দিনে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। তবে চলতি বছর এমন কোনও ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।