মহাকুম্ভ স্পেশাল ট্রেনের প্রস্তুতি চলছে শিয়ালদায়! নয়া আপডেট রেলের! বিশেষ কী সুবিধা পাবেন?

বাংলাহান্ট ডেস্ক : চলতি বছর মহাকুম্ভ শুরু হতে চলেছে আগামী ১৩ই জানুয়ারি থেকে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা। মহাকুম্ভ মেলা উপলক্ষে একাধিক স্পেশাল ট্রেনের (Special Train) ঘোষণা করেছে রেল।

মহাকুম্ভ স্পেশাল ট্রেনের (Special Train) সুবিধা 

পুণ্যার্থীদের মহাকুম্ভ যাত্রা আরামদায়ক ও স্মরণীয় করতে রেলের (Indian Railways) তরফে নেওয়া হচ্ছে একাধিক উদ্যোগ। বিভিন্ন রঙিন ছবি দিয়ে সাজানো হচ্ছে কুম্ভ স্পেশাল ট্রেনগুলিকে। শিল্পীদের হাতের ছোঁয়ায় শিয়ালদা স্টেশনে থাকা ২টি স্পেশাল ট্রেনও সেজে উঠছে। ট্রেনের কামরায় রঙিন রঙের ছোঁয়া দিয়ে লাগানো হচ্ছে বিশেষ মেলা থিম স্টিকার।

summer vacation special train

 

আকর্ষণীয় ভিনাইল র‌্যাপে সেজে উঠছে ট্রেনের বাইরের অংশ। মহাকুম্ভের পুণ্যস্নানের নির্ঘন্ট লেখা হচ্ছে ট্রেনের গায়ে। এমনকি ট্রেনের গায়ে থাকা QR কোড দিয়ে বুক করা যাবে কুম্ভের তাঁবুও। স্পেশাল ট্রেনের প্রতিটি অংশেই থাকছে মহাকুম্ভ মেলার ছোঁয়া। নানান সাজসজ্জায় সাজিয়ে তোলা হচ্ছে ট্রেনের অন্দরের অংশ।

আরোও পড়ুন : সিডনি টেস্টের মাঝেই বড় খবর! অবসর নিলেন ভারতের এই ক্রিকেটার, খেলেছেন KKR-এর হয়েও

যাত্রীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। বিশেষ নজরদারি চালানো হচ্ছে ট্রেনের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য। সূত্রের খবর, ভারতীয় রেল প্রায় ১৩ হাজার বিশেষ ট্রেন (Special Train) চালাবে মহাকুম্ভ মেলা (Kumbh Mela) উপলক্ষে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, পুণ্যার্থীদের সুবিধার্থে প্রায় ৪২ জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে প্রয়াগরাজ যাওয়ার জন্য।

kumbh mela

ট্রেনগুলিতে পুণ্যার্থীদের জন্য থাকছে প্রায় ৭৭ হাজারেরও বেশি বার্থ। শিয়ালদহ সিনিয়র ডিএমই শ্রী রোহিত রঞ্জন এবং ডিআরএম শিয়ালদহ শ্রী দীপক নিগম-এর নেতৃত্বে কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে মহাকুম্ভ স্পেশাল ট্রেনগুলিকে সাজিয়ে তুলছেন। রেলের নির্দেশিকা মতো, স্পেশাল ট্রেনগুলির অভ্যন্তরীণ সজ্জা, সার্বিক পরিচ্ছন্নতা, রঙের কারুকাজ সুনিশ্চিত করতে বদ্ধপরিকর কর্তৃপক্ষ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর