বাংলা হান্ট ডেস্কঃ একজন রাজ্যের মন্ত্রী, দ্বিতীয়জন সাংসদ। শুক্রবার রাতে নজিরবিহীন বচসায় জড়িয়ে পড়েন বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ও অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। যে কারণে প্রায় ২০ মিনিট অবরুদ্ধ ছিল দ্বিতীয় হুগলি সেতু। দু’জনের মধ্যে ব্যাপক কথা কাটাকাটি হয়। এবার এই ঘটনার সূত্রেই দুই জনপ্রতিনিধির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন একজন সমাজকর্মী।
জোর বিপাকে বাবুল-অভিজিৎ (Abhijit Gangopadhyay)?
বাবুল-অভিজিতের বিরুদ্ধে হাওড়া এবং কলকাতা পুলিশ (Kolkata Police) কমিশনারেটে অভিযোগ দায়ের করেছেন সমাজকর্মী প্রতাপ বসু। হাওড়ার এই সমাজকর্মী এলাকায় নানান ধরণের সমাজসেবামূলক কাজ করে থাকেন। শুক্রবার রাতে দুই জনপ্রতিনিধির মধ্যে যে ঘটনা ঘটেছে, তাতে ভীষণ বিরক্ত তিনি। এবার তার প্রেক্ষিতেই পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রতাপবাবু।
বাবুল-অভিজিতের (Abhijit Gangopadhyay) বচসা প্রসঙ্গে হাওড়ার এই সমাজকর্মী বলেন, ‘জনপ্রতিনিধিরা যদি এভাবে অশ্রাব্য ভাষায় নিজেদের মধ্যে গালিগালাজ করতে থাকেন, তাহলে তো সুস্থ পরিবেশ নষ্ট হছে। বিধানসভায় যান বা সংসদেই যান, তাঁরা তো সবার জন্য কাজ করেন। বর্তমানের তরুণ প্রজন্ম তাঁদের থেকে কী শিখবে?’
আরও পড়ুনঃ এর পেছনে বড় ‘চক্র’ আছে! রাজ্যকে ৩ সপ্তাহের সময় বেঁধে দিলেন প্রধান বিচারপতি
প্রতাপবাবুর প্রশ্ন, শুক্রবার রাতে দ্বিতীয় হুগলি সেতু এতক্ষণ ধরে অবরুদ্ধ ছিল, সেখানে এত পুলিশকর্তা গেলেন। তাঁরা কি বাবুল ও অভিজিতের বিরুদ্ধে কোনও রকম ব্যবস্থা নিয়েছেন। সেই জন্যই তিনি হাওড়া ও কলকাতা পুলিশ কমিশনারেটকে ইমেল পাঠিয়েছেন বলে দাবি করেন তিনি। সংশ্লিষ্ট সমাজকর্মী বলেন, ‘আইনানুগ ব্যবস্থা নিতে বলেছি। যাতে সবাই বুঝতে পারেন যে আইন সবার জন্য সমান’।
এখানেই না থেমে প্রতাপবাবু আরও বলেন, শুক্রবার রাতে যে বচসার ঘটনা ঘটেছে, সেটা যদি সাধারণ মানুষ করতো, তাহলে সঙ্গে সঙ্গে পুলিশ পদক্ষেপ নিত। তবে দুই প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে এহেন ঘটনা ঘটায় কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এই ঘটনার প্রেক্ষিতে হাওড়া ও কলকাতা পুলিশ যদি কোনও পদক্ষেপ না নেয়, তাহলে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার কথাও বলেছেন তিনি।
এদিকে শুক্রবার রাতের ঘটনা নিয়ে জনপ্রিয় এক সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন রাজ্যের মন্ত্রী বাবুল। তমলুকের বিজেপি সাংসদ অভিজিতের (Abhijit Gangopadhyay) বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়ার অভিযোগ এনেছেন তিনি। বাবুল বলেন, ‘উনি বাবা-মা তুলে গালিগালাজ দেওয়ার কারণে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে’।