৯৬০ কোটি টাকার শেয়ার দান করলেন বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবের মাস্ক! কারণ কি শুধুই পুণ্য অর্জন?

বাংলা হান্ট ডেস্ক: এবার ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবের ইলন মাস্ক (Elon Musk)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, টেসলা এবং স্পেসএক্সের মালিক ইলন মাস্ক প্রায় ১১২ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৯৬০ কোটি টাকা) মূল্যের ২,৬৮,০০০ টেসলার শেয়ার দান করেছেন।

৯৬০ কোটি টাকার শেয়ার দান করলেন মাস্ক (Elon Musk):

US সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে দাখিল করা নথিতে বলা হয়েছে যে, এই শেয়ারগুলি মাস্কের (Elon Musk) “ইয়ার-এন্ড ট্যাক্স প্ল্যানিং”-এর অংশ হিসেবে “কিছু চ্যারিটি সংস্থাকে” দান করা হয়েছে। তবে, এই শেয়ারগুলি কোন কোন প্রতিষ্ঠানে দান করা হয়েছে তা প্রকাশ করা হয়নি। ফাইলিংয়ে আরও বলা হয়েছে, যে চ্যারিটি সংস্থাগুলিকে এই শেয়ারগুলি দেওয়া হয়েছে তাদের শেয়ারগুলি বিক্রি করার কোনও ইচ্ছে নেই।

Elon Musk donated shares worth 960 crore rupees.

 

প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগেও ইলন মাস্ক (Elon Musk) বড় অনুদানের কারণে খবরের শিরোনামে উঠে এসেছিলেন। ২০২২ সালে, তিনি অগাস্ট থেকে ডিসেম্বরের মধ্যে ১.৯৫ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ হাজার কোটি টাকা) মূল্যের টেসলার শেয়ার দান করেছিলেন। একইভাবে, ২০২১ সালে, তিনি ৫.৭ বিলিয়ন ডলার ( ভারতীয় মুদ্রায় প্রায় ৪৮ হাজার কোটি টাকা) মূল্যের টেসলার শেয়ার দান করেন। মাস্ক তাঁর নিজের ফাউন্ডেশনে এই শেয়ারগুলি দান করেছিলেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: এই কারণে কলকাতা থেকে পড়শি রাজ্যে সরল ডার্বি! হবে কোথায়? রইল লেটেস্ট আপডেট

ইলন মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি: এদিকে, টেসলার বিপুল শেয়ার দান করার পরেও, ইলন মাস্ক (Elon Musk) বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন। ব্লুমবার্গের মতে, তাঁর মোট সম্পদের পরিমাণ হল ৪১৫ বিলিয়ন ডলারেরও (ভারতীয় মুদ্রায় ৩.৫৫ লক্ষ কোটি টাকা) বেশি। ২০০৩ সালে প্রতিষ্ঠিত একটি ট্রাস্টের মাধ্যমে তিনি এখনও প্রায় ৪১১ মিলিয়ন টেসলা শেয়ারের মালিক। কোম্পানির ২০২৪ সালের রিপোর্ট অনুসারে, গত বছর পর্যন্ত টেসলার মোট শেয়ারের প্রায় ১৩ শতাংশ মাস্কের দখলে ছিল।

আরও পড়ুন: মাত্র ৪০ মিনিটেই দিল্লি থেকে মিরাট! নমো ভারত ট্রেনে সফর প্রধানমন্ত্রী মোদীর, পড়ুয়াদের সাথে করলেন দেখা

ইলন মাস্কের স্যালারি প্যাকেজ প্রত্যাখ্যান করা হয়েছে: জানিয়ে রাখি যে, টেসলা ছাড়াও, ইলন মাস্ক (Elon } Musk) স্পেসএক্স এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম “X”-এর মতো কোম্পানির মালিক। টেসলা ২০১৮ সালে ইলন মাস্ককে একটি বিশাল কম্পেনসেশন প্যাকেজ দিয়েছিল। যে বিষয়টির পরিপ্রেক্ষিতে বিতর্কের সৃষ্টি হয় এবং বিষয়টি আদালত পর্যন্ত পৌঁছয়। যদিও, আদালত তা নাকচ করে দেয়। এদিকে, গত বছরের ডিসেম্বরে, ডেলাওয়্যারের এক বিচারক ফের টেসলায় ইলন মাস্কের রেকর্ড-ব্রেকিং কম্পেনসেশন প্যাকেজ প্রত্যাখ্যান করেছিলেন। টেসলার শেয়ারের বর্তমান মূল্য অনুযায়ী এই কম্পেনসেশন প্যাকেজের মূল্য ১০১.৪ বিলিয়ন ডলার।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর