বাংলা হান্ট ডেস্ক: বর্ষীয়ান অভিনেতা স্বরূপ দত্ত প্রয়াত। অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াই চালিয়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানতে হল। শনিবার মল্লিকবাজারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। তিনদিন ভেন্টিলেশনে ছিলেন তিনি। বুধবার ভোরে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
জানা গেছে, শনিবার বালিগঞ্জের বাড়িতে পড়ে গিয়ে গুরুতর চোট পেয়ে জ্ঞান হারান। সেদিনই তাঁকে মল্লিকবাজারের ওই বেসরকারি হাসাপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। তারপরও আর তাঁর অবস্থার কোনও উন্নতি দেখতে পাননি চিকিৎসকরা।
পরিবার সূত্রের খবর, অভিনেতার দেহ হাসপাতাল থেকে তাঁর বালিগঞ্জ প্লেসের বাড়িতে আনা হবে। সেখান থেকে নিয়ে যাওয়া হবে কেওড়াতলা মহাশ্মশানে। সেখানেই হবে তাঁর শেষকৃত্য। ‘অচেনা অতিথি’, ‘আপনজন’ , পিতা-পুত্র, ‘মা ও মেয়ে’, হারমোনিয়াম সহ অসংখ্য বাংলা ছবিতে অভিনয় করেছিলেন স্বরূপ দত্ত।