কেন্দ্রীয় বাজেটে কেন বঞ্চিত বাংলা? ‘আসল কারণ’ জানিয়ে বিস্ফোরক সুকান্ত

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার কেন্দ্রীয় বাজেট (Union Budget 2025) পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এরপরেই বাংলাকে বঞ্চিত করার অভিযোগে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার এই নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। কেন বঞ্চিত করা হয়েছে বাংলাকে? রাখঢাক না করেই জানালেন তিনি।

বাজেটে কেন বঞ্চিত বাংলা? জানালেন সুকান্ত (Sukanta Majumdar)

এদিন বাজেট পেশের পরেই বাংলাকে বঞ্চনার অভিযোগে সরব হন অভিষেক। তৃণমূল সাংসদ দাবি করেন, বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনকে নজরে রেখে এই বাজেট করা হয়েছে। ভোটের কথা মাথায় রেখেই ওই রাজ্যে ঢালাও বরাদ্দ করা হয়েছে বলে দাবি করেন তিনি। এবার এই নিয়ে পাল্টা দিলেন বিজেপির রাজ্য সভাপতি।

সুকান্ত (Sukanta Majumdar) দাবি করেন, কেন্দ্রীয় বাজেট জনমুখী। এর জেরে সাধারণ মধ্যবিত্ত মানুষ ব্যাপক উপকৃত হবে। পদ্ম সাংসদের কথায়, ‘বাংলাকে প্রকল্প দিয়ে কী হবে? বাংলার সরকার তো লড়াই করতে ব্যস্ত। বাজেটে রাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগে যে প্রকল্প ঘোষণা করা হল, সেই ধনধান্য কৃষি যোজনাই দেখবেন পশ্চিমবঙ্গে কার্যকরী হচ্ছে না। যারা সবসময় মারামারি করে তাদের প্রকল্প দিয়ে আপনি কী করবেন? এর আগে উড়িষ্যায় আমাদের বিরোধী দলের সরকার ছিল। কিন্তু সেই রাজ্য প্রকল্প পেয়েছে’।

আরও পড়ুনঃ ফেব্রুয়ারিতে মিলবে বাড়তি রেশন? কোন কার্ডে পাওয়া যাবে কত সামগ্রী? আগেভাগেই দেখুন

এখানেই না থেমে বিজেপির (BJP) রাজ্য সভাপতি আরও বলেন, ‘আমি বারবার পশ্চিমবঙ্গের শাসকদলকে বোঝানোর চেষ্টা করছি, আপনারা মারামারি করুন, লড়াই করুন, কিন্তু ভোট অবধি। নির্বাচন মিটে গেলে শুধু উন্নয়ন, উন্নয়ন আর উন্নয়ন। সেক্ষেত্রে ওরা-আমরা করা উচিত নয়। বিজেপি করে বলে আপনারা একটা ঘর দিচ্ছেন না আর আশা করছেন কেন্দ্র আপনাদের প্রকল্প দেবে?’

Sukanta Majumdar

উল্লেখ্য, আজ বাজেট পেশের পরেই রাজ্যকে বঞ্চিত করা হয়েছে, এই অভিযোগে সরব হন অভিষেক। তৃণমূল সাংসদ বলেন, ‘যখন ১৮ জন বিজেপি সাংসদ জিতেছিলেন, তখনও বাংলা কিছু পায়নি। এখন ১২ জন সাংসদ রয়েছেন, এখনও বাংলাকে কিছু দেওয়া হল না। এই ১২ জন বিজেপি সাংসদ এই বিষয়ে কোনও প্রতিবাদও করবেন না। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত, আজও বঞ্চিত’। এবার এই নিয়ে মুখ খুললেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। কেন্দ্রীয় বাজেটে কেন বঞ্চিত রাজ্য? এবার পষ্টাপষ্টি জানিয়ে দিলেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর