বৃহস্পতিবারের মধ্যেই…! আরজি কর মামলায় সন্দীপ ঘোষকে নিয়ে বড় খবর, বিরাট সিদ্ধান্ত আদালতের

বাংলা হান্ট ডেস্কঃ গত আগস্ট মাসে আর জি করের (RG Kar) ঘটনার পর সেই সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছিল হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh)। আরজি কর দুর্নীতি মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছিলেন সন্দীপ। সম্প্রতি জামিনে মুক্ত হয়েছেন তিনি। শনিবার আরজি কর দুর্নীতি মামলায় সেই সন্দীপ ঘোষ-সহ পাঁচ জনকে সশরীরে হাজির করানো হয় আলিপুরের বিশেষ সিবিআই আদালতে।

সন্দীপদের বিরুদ্ধে আগামী সপ্তাহেই চার্জ গঠন-Sandip Ghosh

শুক্রবার ক্ষুব্ধ হয়ে আদালতের সিবিআইকে নির্দেশ ছিল ১০০ শতাংশ নথি জমা দিতে হবে। আদালতের নির্দেশ মত শনিবার সিবিআইয়ের আইনজীবী আরজি করে আর্থিক দুর্নীতি সংক্রান্ত বিপুল নথি নিয়ে উপস্থিত হন। CBI- র আইনজীবী জানান তিনি পেন ড্রাইভে অভিযুক্তদের আইনজীবীকে নথি দিতে পারবেন।

অভিযুক্ত সন্দীপ ঘোষদের কাছে নথি জমা দেওয়ার পরে আদালত জানিয়ে দেয় আগামী সপ্তাহেই চার্জ গঠন করা হবে। আগামী সপ্তাহে বৃহস্পতিবারের মধ্যে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করতে চান বলে জানিয়ে দেন বিচারক।

বিচারক স্পষ্ট জানান, বিচার প্রক্রিয়ায় দ্রুততা আনতে হবে। সেই লক্ষ্যেই তাই বিচারক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। এদিকে শুক্রবার ৭ দিনের মধ্যে চার্জ ফ্রেমের নির্দেশ পরিমার্জন করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্ত সন্দীপ ঘোষ। শনিবার আলিপুর আদালতের বিচারক, কেন হাইকোর্টে আবেদনের বিষয়টি নিম্ন আদালতে জানানো হয়নি সেই বিষয়ে সন্দীপ ঘোষের আইনজীবীকে প্রশ্ন করেন।

RG Kar

আরও পড়ুন: মহাকুম্ভের পুণ্যার্থীদের জন্য সাহায্যের হাত বাড়ল নবান্ন! বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার

আদালতে সন্দীপের (Sandip Ghosh) আইনজীবী জানান, হাইকোর্টে অন্য আইনজীবী রয়েছেন। তাই সেই বিষয়ে তারা অবগত নন। শনিবার আজ সমস্ত নথি পাওয়ার পর মঙ্গলবার সকল অভিযুক্তদের বক্তব্য আদালতে রাখতে হবে বলে জানানো হয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর