হয়ে যান প্রস্তুত! IPL-এ ফের হবে রিঙ্কুর ধামাকা, গড়তে চলেছেন ৩ টি দুর্ধর্ষ রেকর্ড

বাংলা হান্ট ডেস্ক: সমগ্র বিশ্বের অন্যতম জনপ্রিয় T20 লিগ IPL শুরু হতে চলেছে আগামী মাসে। যেটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেট অনুরাগীরা। এদিকে, ২০২৫-এর IPL-এর আগে ইতিমধ্যেই নতুনভাবে দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। এমতাবস্থায়, টিম ইন্ডিয়ার কিছু খেলোয়াড়ের ওপর থাকবে বিশেষ নজর। যেই তালিকায় রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের তারকা খেলোয়াড় রিঙ্কু সিং-ও (Rinku Singh)।

একাধিক রেকর্ড গড়ার পথে রিঙ্কু সিং (Rinku Singh):

জানিয়ে রাখি যে, IPL-এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স মেগা নিলামের এই তরুণ ব্যাটারকে ধরে রেখেছিল। এমতাবস্থায়, এই বছরের IPL রিঙ্কু সিংয়ের (Rinku Singh) জন্য অত্যন্ত স্পেশাল হতে চলেছে। কারণ, এই টুর্নামেন্টে তিনি কিছু দুর্ধর্ষ রেকর্ড তৈরি করতে পারেন। বর্তমান প্রতিবেদনে আজ আমরা সেইরকমই ৩ টি রেকর্ডের বিষয় উপস্থাপিত করব যেগুলি এবারের IPL-এ রিঙ্কু সিং হাসিল করতে পারেন।

১. ১,০০০ রান থেকে ১০৭ রান দূরে রয়েছেন: IPL-এ এমন অনেক কিংবদন্তি ব্যাটাররা খেলেছেন বা এখনও খেলছেন যাঁরা রানের পাহাড় তৈরি করেছেন এই টুর্নামেন্টে। ভারতের একাধিক ব্যাটারও এই তালিকায় রয়েছেন। যেখানে, অন্তর্ভুক্ত হতে চলেছে রিঙ্কুর (Rinku Singh) নামও। কারণ, IPL-এ ১,০০০ রান পূর্ণ করা ব্যাটারদের তালিকায় যুক্ত হওয়ার পথে রিঙ্কু সিং-এর নাম। IPL-এ আর মাত্র ১০৭ রান করলেই এই টুর্নামেন্টে ১,০০০ রান পূর্ণ করবেন রিঙ্কু। এখনও পর্যন্ত ৪৫ টি ম্যাচে ৩০.৭৯ গড়ে ৮৯৩ রান করেছেন তিনি।

আরও পড়ুন: নিজেই নিজের বিপদ ডেকে আনছে মলদ্বীপ? এবার মুইজ্জুকে সতর্ক করল ভারত

২. রিঙ্কু সিং ৫০ টি IPL ম্যাচ পূর্ণ করবেন: গত কয়েক মরশুম ধরে কলকাতার হয়ে খেলছেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটার রিঙ্কু সিং (Rinku Singh)। উত্তরপ্রদেশের এই বাঁ-হাতি ব্যাটার ২০১৮ সালে IPL-এ অভিষেক করেছিলেন। তারপর থেকে তিনি খেলছেন এবং এখনও পর্যন্ত তিনি ৪৫ টি ম্যাচ খেলেছেন। এমতাবস্থায়, IPL-এর ১৮ তম মরশুমে তিনি আর ৫ টি ম্যাচ খেললেই ৫০ টি IPL ম্যাচ খেলার নজির ছুঁয়ে ফেলবেন।

আরও পড়ুন: ভারতে এই প্রথম….রতন টাটার প্রয়াণের পর যা করে দেখাল টাটা গ্রুপের এই সংস্থা, ধন্য ধন্য করছে সকলে

৩. ৫০ টি ছক্কার কাছাকাছি পৌঁছে গিয়েছেন: ভারতীয় ক্রিকেট দলের তরুণ তারকা ব্যাটার রিঙ্কু সিং (Rinku Singh) দুর্ধর্ষ সব ছক্কা মারার ক্ষমতার জন্য বিশেষ পরিচিত। এই প্রতিশ্রুতিশীল ব্যাটার IPL-এর ময়দান ছাড়াও টিম ইন্ডিয়ার হয়েও ছক্কা মারার ক্ষমতা দিয়ে অনেক মুগ্ধ করেছেন। রিঙ্কু সিং IPL ২০২৫-এ ৫০ টি ছক্কা পূর্ণ করতে পারেন। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত তিনি তাঁর কেরিয়ারে মোট ৪৬ টি ছক্কা মেরেছেন। এমতাবস্থায়, আর মাত্র ৪ টি ছক্কা মারলে IPL-এ ৫০ টি ছক্কা পূর্ণ করবেন তিনি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর