বাংলা হান্ট ডেস্কঃ শুরু হয়েছে মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা। চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। মাধ্যমিক চলাকালীন কোনও অনুষ্ঠানে জোরে মাইক বাজানোর নিয়ম নেই। তবে এরই মধ্যে আগামী রবিবার বর্ধমানের সাই কমপ্লেক্সে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (RSS) অনুষ্ঠান রয়েছে। সংঘের অনুষ্ঠানে পুলিশি অনুমতি না মেলায় এবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের মামলা।
হাইকোর্টে আরএসএস-Calcutta High Court
মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বর্ধমান পুলিশ অনুষ্ঠানের অনুমতি না দেওয়ায় বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে আরএসএস। মামলা দায়ের হয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। আগামীকাল শুক্রবারউ মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
বেশ কয়েকদিন হল রাজ্যে এসেছেন মোহন ভাগবত। ১১ দিনের সফর তার। সাংগঠনিক দুর্বলতা খুঁজে সমাধানসূত্র বের করতে বঙ্গ সফরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান। আপাতত কয়েকদিন কলকাতাতেই রয়েছেন। রাজের বিভিন্ন প্রান্তে সংঘের সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করতে উদ্যোগী তিনি।
আগামী রবিবার বর্ধমানের সাই কমপ্লেক্সে সংঘের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির থাকবেন মোহন ভাগবত। সেই অনুষ্ঠান নিয়ে জেলা প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু মহকুমাশাসক সাফ জানিয়ে দেন কোনোভাবেই মাইক বাজিয়ে অনুষ্ঠান করা যাবে না।
আরও পড়ুন: মিলেছে মাত্র ৪% DA! এবার সুপ্রিম কোর্টে বিরাট পদক্ষেপ রাজ্য সরকারি কর্মীদের, ঘুরবে মোড়?
যুক্তি দিয়ে প্রশাসন জানায়, যেখানে অনুষ্ঠান তার কিছুটা দূরত্বেই রয়েছে একটি স্কুল। আর সেখানে মাধ্যমিক পরীক্ষা চলছে। তাই পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে মাইক বাজিয়ে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি। এবার সেই অনুমতি চেয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে RSS। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছে। আগামীকাল মামলার শুনানির সম্ভাবনা।