এবার হাঁটু কাঁপবে চিন-পাকিস্তানের! দিল্লিকে বিশেষ প্রস্তাব দিল রাশিয়া, হতে চলেছে বড় ধামাকা

বাংলাহান্ট ডেস্ক : রাশিয়ার সঙ্গে ভারত (India) অবশ্য দীর্ঘদিন ধরেই সৌজন্যমূলক সম্পর্ক বজায় রেখেছে। এবার সেই বন্ধুত্বকে আরো খানিকটা এগিয়ে নিয়ে যেতে চায় ইন্ডিয়া। বলা বাহুল্য, অনেক বছর আগে থেকেই ভারতের বৃহত্তর প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী দেশগুলোর তালিকায় প্রথম দিকেই রয়েছে রাশিয়ার (Russia) নাম।

ভারতকে (India) এবার বড় প্রস্তাব রাশিয়ার

এমনকি রাশিয়ার হাত ধরেই ভারতে (India) এসেছে সুখোই, মিগের। শুধু তাই নয় রাশিয়ান জেটগুলি দীর্ঘদিন ধরেই  ভারতকে পরিষেবা দিয়ে এসেছে। তবে এই প্রসঙ্গে একটা কথা বলা যায়, যেহেতু ভারতের হাতে পঞ্চম প্রজন্মের কোনও যুদ্ধবিমান নেই, সেইকারণে কিঞ্চিত পিছিয়ে থাকা ইন্ডিয়াকে এবার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সরবরাহ করতে উদ্যোগী রাশিয়া।

আরোও পড়ুন : দেশবাসীর জন্য নতুন আপডেট! এবার ৫০ টাকার নোট নিয়ে বড় বিবৃতি RBI-র!

প্রসঙ্গত উল্লেখ্য, আমেরিকার (United States of America) যুদ্ধবিমান ‘এফ-৩৫ লাইটনিং টু’ অবশ্য আগেই পৌঁছে গিয়েছিল বেঙ্গালুরুর বায়ুসোনার ঘাঁটিতে। এরপর বেঙ্গালুরুতে সুখোই পাঠায় রাশিয়া। সূত্রের খবর, আমেরিকার ‘এফ-৩৫ লাইটনিং টু’ বা রাশিয়ার সুখোই ‘এসআই-৫৭’ যুদ্ধবিমানের মধ্যে কোনও একটিকে বেছে নিতে পারে প্রতিরক্ষা মন্ত্রক।

আরোও পড়ুন : সংখ্যালঘু-মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ ৫৬০২ কোটি! রাজ্য বাজেট নিয়ে তরজা সুকান্ত-অভিষেকের

এখন প্রশ্ন হল, ভারত (India) যদি সত্যিই বিদেশ থেকে যুদ্ধবিমান কেনার টেন্ডার ডাকে, তা হলে এই দুই শক্তিশালী যুদ্ধবিমানের মধ্যে কে এগিয়ে থাকবে? রুশ সুখোই না আমেরিকার এফ-থার্টি ফাইভ? এদিকে, ভারত আমেরিকায় তৈরি প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহার করলেও মার্কিন যুদ্ধবিমান কিন্তু কেনেনি আজ পর্যন্ত।

আর রাশিয়া এই বিষয়টি সম্পর্কে প্রথম থেকে অবগত বলেই সুখোই বিক্রির জন্য দরবার করে যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, রুশ বায়ুসেনার দায়িত্বপ্রাপ্ত মিশন চিফের দাবি অনুযায়ী, যে কোনও যুদ্ধবিমানের তুলনায় এগিয়ে সুখোই ফিফটি সেভেন। পাশাপাশি তিনি আরও জানান, রাশিয়া ভারতকে (India) ১০০ শতাংশ টেকনোলজি ট্রান্সফার করতেও রাজি আছে।

Russia supports India for this purpose

ফলে, আগামী কয়েক বছরের মধ্যেই ভারতে সুখোই ফিফটি সেভেনের উত্‍পাদন শুরু করা সম্ভব। রুশ বায়ুসেনা কর্তার দাবি, “ভারত দীর্ঘদিন ধরেই সুখোই সিরিজের বিমান ব্যবহার করছে। তাই সুখোইয়ের অত্যাধুনিক ভার্সনই ভারতের কাছে বেস্ট চয়েস হতে পারে।” এই সব মিলিয়ে বলা যাই এবার, দিল্লির পাশেই থাকতে চায় রাশিয়া।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর