বাংলাহান্ট ডেস্ক : আমাদের দেশে মুদ্রা সম্পর্কিত যাবতীয় সিদ্ধান্ত নিয়ে থাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। ভারতের বাজারে একাধিক মূল্যের নোট প্রচলিত রয়েছে বর্তমানে। তবে অধিকাংশ ক্ষেত্রে লেনদেনের জন্য ব্যবহার হয়ে থাকে ১০০ টাকার নোট। বিগত বছরগুলিতে দেশের বিভিন্ন প্রান্তে সর্বাধিক ব্যবহৃত মুদ্রা হয়ে উঠেছে ১০০ টাকার নোট।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) নির্দেশিকা
তবে ব্যবহার বৃদ্ধির সাথে সাথে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে জাল ১০০ টাকার নোটও (Note)। এই আবহে দেশবাসীকে সতর্ক করতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) তরফ থেকে জাল ১০০ টাকার নোট সম্পর্কে সচেতন করতে বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একটি নির্দেশিকা জারি করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আসল ও জাল ১০০ টাকার নোটের মধ্যে মূল পার্থক্যগুলি সম্পর্কে অবগত করেছে দেশবাসীকে।
আসল ও নকল ১০০ টাকার নোটের মূল পার্থক্য কী জেনে নেব আজ :
১. আপনার কাছে যে ১০০ টাকার নোটটি রয়েছে সেটি আসল কিনা সেই বিষয়ে নিশ্চিত হওয়ার একাধিক পন্থা রয়েছে।আসল ১০০ টাকার নোটে ওয়াটার মার্কের কাছে রয়েছে উল্লম্ব ব্যান্ডে ফুলের নকশা। পাশাপাশি ওয়াটার মার্কের কাছেই রয়েছে ১০০ লেখাসহ্ মহাত্মা গান্ধীর অবয়ব।
২. আসল ১০০ টাকার নোটের নিরাপত্তা থ্রেডে ভারত ও আরবিআই শব্দগুলি লেখা রয়েছে। নোটটি বিভিন্ন কোণ থেকে দেখলে সবুজ ও নীলের মধ্যে রং পরিবর্তন লক্ষ্য করা যায় শব্দগুলির মধ্যে।
আরোও পড়ুন : উলটপুরাণ! ভারতের শত্রুদের পাকিস্তানে করা হচ্ছে নিকেশ, নেপথ্যে “কে”?
৩. বৈধ ১০০ টাকার নোটে উল্লম্ব ব্যান্ড এবং মহাত্মা গান্ধীর ছবির মধ্যিখানে রয়েছে RBI ও ১০০ লেখা শব্দগুলি।
উপরে উল্লিখিত এই তিনটি পন্থা অবলম্বন করলে খুব সহজেই আসল ও জাল ১০০ টাকার নোটের পার্থক্য বুঝতে পারবেন আপনারা। উল্লেখ্য যে, গত কয়েক বছরে জাল ৫০০ টাকার নোটের পাশাপাশি নকল ১০০ টাকার নোটে ছেয়ে গিয়েছে ভারতের বাজার। বাংলাদেশ ও পাকিস্তান থেকে চোরাপথে জাল নোট কারবারিরা নকল মুদ্রা ছড়িয়ে দিচ্ছে দেশের বাজারে। এমন পরিস্থিতিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। তাই কোনও নোট গ্রহণ করার আগে অবশ্যই তার বৈধতা পরীক্ষা করে নেবেন।